Thursday, 11 January 2018

এ বৃদ্ধের প্রার্থনা

এ বৃদ্ধের প্রার্থনা

শ্যামল সোম

হে প্রভু এই জীবনের শেষ প্রান্তে আজ এসে
তোমার অপরূপ সৌন্দর্য সুন্দর সৃষ্টিশীলতায় এ
পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অমলিন বেশে
জমা বরফের তোরণ সূর্যোদবয়ের আলোয় এ
হিমালয়ের দুর্গম উপত্যকায় হেঁটে পৌচ্ছে দেখেছি
স্বর্ণউজ্বল আলোয় উদ্ভাসিত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
তিব্বতে মানস সরোবরে স্নান সেরে উঠে  প্রনাম।
কৈলাশ পর্বত, হে প্রভু উপরে ভরসা করে ভ্রমণ
করেছি দেশে দেশে কখন ভারতের বিভিন্ন রাজ্যে
কখন মূল শিকড়ের টানে ছুটে গেছি ময়মনসিংহে
কখন কুমিল্লা, চাঁদ পুর, সিলেটে যাওয়া পথে সুর্মা
নদীতে স্নান, বরিশালে কীতৃনখোলা  অবগাহনে
জড়িয়েছে প্রাণ, কখন কুয়াকাটা কখন কস্কবাজারে
সমুদ্রের ঢেউয়ে সেই যৌবনে বাহাত্তর সালের মধুময়
স্মৃতি হৃদয়ে গহীন অরণ্যে সবুজের সমাহারে কখন
সুন্দর বনে প্রাণের বন্ধুদের সাথে আনন্দে সে মূহুর্তে
সাংস্কৃতিক সাহিত্য কাব্য আলাপনে আনন্দে ভরে আছে।
আজও শেষে বিদায় বেলায়, হে প্রভু নাহি কোন অভিলাষ
মনের মানুষের ভালবাসায় ভরিয়ে দিয়েছে আমার হৃদয়।
এখন এই জরাগ্রস্ত জরাজীর্ণ বৃদ্ধ বয়সে কস্ট লাগব করো,
ছানি পড়া চোখে ঝাপসা দৃষ্টি অসমর্থ বার্ধক্য জনিত রোগে
আক্রান্ত শরীর প্রাণ ছুঁয়ে যাক মৃত্যুর শীতল স্পর্শে সব জ্বালা
যন্ত্রনা থেকে মুক্ত করো হে প্রভু, আত্মা যেন ঠাঁই পায় তবে চরণে।

No comments:

Post a Comment