Wednesday, 31 January 2018

উপড়ে ফেলেছি কাঁটাতারের বেড়া

উপড়ে ফেলেছি কাঁটাতারের বেড়া

শ্যামল সোম    ( উৎসর্গীত আমার ভীষণ প্রিয় বন্ধু বোন শেফালী হোসেন বিখ্যাত স্নামধন্যা কবি )

সূর্যোদ্বোয়ের উজ্বল আলোয় আলোয়
উদ্ভাসিত আমার তোমার প্রিয় মায়ায়
ভরা ধন ধান্য পুষ্পে ভরা বর্ষায় বরষণে
দিঘি ও ডাহরে পুকুরের পানিতে ভাসমান
রক্তিম লালিমায় লালা গোলাপি শালুক।
যেন সবুজ পদ্ম পাতায় ভালবাসায় ফোঁটা
লাল শালুক ফুল বাংলাদেশের এই পতাকা।
বোন আমার ভুবন জয়ের সামর্থ কাব্য লেখা
শেফালী বোন তোমার আমার ভাইবোনের--
সম্পর্ক মেহেরবানের মঙলময় প্রভুর আশীর্বাদে,
বাংলাদেশের যত ভাই বোন জননী বোন নাতনি
এঁনারা এক এক জন পরম সুহৃদ পাশে পাই, জানি
তোমরা সবাই  রতন গো পরম আত্মা আত্মীয় স্বজন
এ সম্যক ধারণা নেই অনেকের কাছেই এ অনুরোরন ।
মমনে চিন্তনে ভালবাসায় ছোঁয়ায় কাব্যে মধুর মিলন
আমাদের বাংলা ভাষার কাব্য অগ্রগামী স্রোতে ভেঙে
গেল প্রাচীর পারস্পরিক সম্মান প্রাপ্য শ্রদ্ধা প্রয়োগ
উপড়ে  ফেলেছি কাঁটাতারের বেড়া মনে মনে গুঞ্জনে
ভাই বোনের ভালবাসায় প্রদীপ জ্বলে থাকুক অনুক্ষণে।

No comments:

Post a Comment