আমার প্রথিত প্রেম বাংলাদেশে
শ্যামল সোম বাঁশিওয়ালা
আমার বনানী তুমি আছো কেমন ?
সৌন্দর্যে তোমার সান্নিধ্যে আত্মিক
গানে গানে আনন্দে কটা দিন সার্বিক,
আমার বনানী ভালোবাসার মানুষকেই
ভালোবেসেই কতশত গান শোনাই এই
রবীন্দ্রনাথের গান, " কাঁদালে
আমারে ভালোবাসারই ঘায়ে।"
বন্য প্রেম বনানী তোমার আগ্রাসী চুম্বনে,
শারিরীক ও মানসিক আকর্ষনে জীবন্ত ;
প্রেম তোমার আলিঙ্গনে শঙ্খিনী যে
ভাবে জড়িয়ে লতা মতন আমার সকল
সত্বা চৈতন্য লোভ আমাকেও স্বপ্নে,
বিভোর মোহাচ্ছন্ন বিমোহিত মন প্রথম
প্রেম আস্বাদনে নিজেকে হারিয়ে যাওয়ার-
ভয়ে, বনানী তোমাকে না বলে হঠাৎই
উল্কা বেগে পালিয়ে এলাম বিমানে ওঠার
আগেও অবাধ্য মন ছুটে যেতে চাই ছিল।
তোমার কাছে, চুয়াত্তর বছরের বৃদ্ধের
জরাগ্রস্ত জরাজীর্ণ অসুস্থ তবু ধুলোর
পড়েও বনানী তোমাকেই খোঁজে কেন মন।
পালালাম তোমার ব্যাসার্ধে নাগালে বাহিরে
তোমার রূপ লাবণ্য মসৃণ ত্বক কাজল
কালো চোখের তারাতে জ্বলে স্ফুলিঙ্গ দৃষ্টি,
সম্মুখে থরথর করে কাঁপি ঝাপসা হয়ে আসে
ছানি পরা আমার দুচোখে ভালোবাসা আকুল
বন্যা আসে বনানী তোমাদের ভালোবাসায়।
আমি ভালোবেসে তোমার কন্ঠে গান শুনে,
মুগ্ধ, ধন্য প্রেমে ধন্য ধন্য ধন্য ধন্য এ বৃদ্ধ।
মনে রবে, মৃত্যুর পূর্ণিমায় তোমার কল্যান হোক।
No comments:
Post a Comment