Thursday, 25 January 2018

আমার জীবন বোধ

তারিখ 24 -- 1--- 18

আমার জীবন বোধ  ( কাব্য প্রবন্ধ উপস্থাপন নতুনত্ব এর প্রয়াস)

শ্যামল সোম

কখন বিনিদ্র কত রাত জেগে তারাদের
সাথে কথা বলি একাকীত্ব মাঝে খুঁজি
বন্ধু তোমাকেই পাশে চাই এটুকু পুঁজি।
বন্ধুত্ব নির্ভর আন্তরিকতার উপর সমতা
মানসিক চিন্তন মমনে সহমর্মিতা নির্ভরতা
নির্ভেজাল ভালবাসা নির্ভর করে দৃঢ় প্রত্যয়
আত্মবিশ্বাসের উপর পারস্পরিক বিশ্বাস ও
আত্মবিশ্বাস সহানুভূতি ও পরস্পরের প্রতি
অনুভবে হৃদয়ে গহীন অন্তরে অনুরোরনে
প্রেম ভালোবাসা দামাল ঝরের মতন নয়
মৃদু মন্দ ফাগুন আগুনে উষ্ণ বাতাসের বহে
ভালোবাসার অঙ্কুরিত এ কাব্য আলিঙ্গনে
ভালোবাসার প্রতিফলন এ দাম্পত্য জীবনে।
যৌথ মেকি সুখী জীবনে নিত্য কলোহ এখানে
সামাজিক এই অবক্ষয়ের সঙ্কট সঙ্কুল পথে
চলেছি, জীবনের যাত্রা পথে এক এক সময়ে
বিপর্যয় সম্মুখীন হতে হয় তখন মনে ভয়ঙ্কর
ভূমিকম্প অনুভূত হয়, বিশেষত নারীদের এই
যাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রতারিতা অসহ্য 
নির্যাতিত ধর্ষিত অত্যাচারিত হতে হয় তখন ক্রন্দন।
শুনে কখন মনে,ভূমিকম্প, বা প্রারম্ভিক ব্যাপক বন্যা
কবলিত সন্ত্রস্ত জীবন,এ বোধ অনুভব হৃদয়ে করাতে
পারে ক'জন সত্যিকারের সে ভালবাসার মানুষ?

No comments:

Post a Comment