এই বোধ রক্তের গভীরে
শ্যামল সোম
এ আমার একান্ত আত্মিক চিন্তন
মমনে গাঁথা হয়ে যায় বন্ধুত্ব গড়ে
পারস্পরিক সহমর্মিতা নির্ভরতায়,
পরস্পরের পরিপূরক কথপোকথনে
সুখ দুঃখের অনুভবে অনুভূত হওয়ার
সত্য প্রকাশ করা মনের ক্লান্তি দূর হয়।
স্বপ্ন সত্য হয়, আত্মবিশ্বাস অধ্যাবসায়
কঠিন পরিশ্রম দৃঢ় সংকল্প ভালোবাসার
মানুষের সহমর্মিতা নির্ভরতা ভালবাসায়
ও কোন প্রকৃত বন্ধুর সহযোগিতায় হাত
বাড়িয়ে দেয় সত্যিকারের প্রকৃত অর্থে
প্রাণের মায়ায় জড়িয়ে আছে সেই বন্ধু
বন্ধুত্বের বন্ধন ভরপুর উষ্ণতায় হাত ধরে
এগিয়ে গিয়ে স্বপ্ন সফল হবেই একদিন,
আমার দৃঢ় প্রত্যয় বিশ্বাস অনির্বাণ শিখা
দ্বীপ জ্বলে অনুক্ষণ বিমুগ্ধ ধ্যান মূর্ত
ধারণা দিয়ে অলংকৃত হোক চির সত্য ।
No comments:
Post a Comment