Saturday, 20 January 2018

তনিমা নিজের মনের সাথে ছলনা

তনিমা নিজের মনের সাথে ছলনা

শ্যামল সোম

দারুন সুখে থাকার ছলে ছল
তোমার বুকের নদী ছলাৎ ছল,
তোমার হাস্য মুখ দুচোখে জলে
ভগ্ন হৃদয় তোমার ব্যথায় টল মল
টল টল এ স্মৃতিসুধা পাণের আশ
বুকে তুষের আগ চাপা দীর্ঘশ্বাস।
বেরিয়ে এলো তোমার অভিলাষ,
মনের কুঠুরিতে জমা গোপন আশ
তোমার সে প্রথম প্রেমিকের স্পর্শ
দেহে ভরে ঐ এখন পুলকিত এ হর্ষ।
দাম্পত্য জীবনে সুখী থাকার অভিনব
অভিনয়ে ক্লান্ত কর্তব্য পালনে দায়িত্ব
প্রতিশ্রুত অবসন্ন এ দেহ পরিশ্রমে
দিন দিন নিরন্তর তুমি পরিশ্রান্ত।
কেন মনে মনে গোপনে ফেরে কেন
বারে বারে অভিমানে এ অভিশাপ
কেন মনে হয় অভিশপ্ত জীবনে পাপ।
ভালোবেসে আত্মকথন আত্মবিলাপ,
যেন ফেরারী মন দুঃখে থাক আজীবন।
অভিমানী মন অন্তরে অন্তরে মননে মন
ভিতরে বাহিরে হৃদয় জুড়ে থাকে, অনন্ত
আছে সেজন, আজও ভোলনি যাকে।
সেই তো প্রথম প্রেমিক ওগো প্রেমিককে
ভালোবেসে হৃদয় বিষন্ন মন কাঁদে সারাক্ষণ ।

No comments:

Post a Comment