তৃষ্ণার্ত প্রেমিক
শ্যামল সোম
লাবণ্যময়ী তোমার কথাই
ভাবি, বেঠিক মূল্যায়ন প্রেম।
চোখে তোমার সলজ্জ দৃষ্টি।
দৃষ্টির সুতীব্র আকর্ষনে এই
আবর্তনে দুটি নীল নক্ষত্রের
যুগ যুগ আমরা ঘূর্ণায়মান বিশ্ব
ব্রক্ষ্মান্ড পরিক্রমণ করছি গো,
আমরা পরস্পরের কাছাকাছি
হতে না, কখনই পানি না, না।
আমার মুগ্ধ বাউল মন তোমার
চীর তারুণ্য মন শুভ্র মুক্তর মতন।
তোমার অনাবিল লাবণ্য সুধা
পান করার প্রতীক্ষিত প্রেমিক
তোমার, ভয়ার্ত আমরা দুটি
নক্ষত্র কখন যদি কোন অসতর্ক
ক্ষণিক মুহূর্তের ভুলে মোহাবিষ্ট হয়ে
পরস্পরে পরস্পরের ধর্ম উপেক্ষা
করে ছুঁয়েছি, তৎক্ষণাৎ ঘটে যাবে
মহাপ্রলয় উল্কা বেগে ছুটে আসবে
দৈত্যেরা বিস্ফোরণে ধ্বংস হবে কি সভ্যতা?
পুনশ্চঃ- --: তোমার জন্য তাৎক্ষণিক লেখা।
শ্যামল সোম
No comments:
Post a Comment