অনু পৃথিবীর শোভায় নিমগ্ন মন
শ্যামল সোম
আমার ভীষণ প্রিয় এই পৃথিবীতে
শ্বেত কপোত শান্তি বহে আনুক
অনাবিল আনন্দ লাভ করুক
সকলে, এই শান্তি প্রতীক এই
শ্বেত কপোত উড়িয়ে দেওয়ার
মনের মুক্তি পাবে আস্বাদন।
কবির কাব্যময় মমনের এই
গোপন কথা জানে মনোমুগ্ধ।
কবির অনন্য দৃষ্টান্ত মূলক
মমনে মগ্ন আমার অনুপ্রেরণ
কবি আপন মহিমায় নিবেদন,
এ নগণ্য প্রয়াসে তাঁর মূল্যায়ন,
পরম প্রাপ্তি নিশ্চিত আমন্ত্রণ
রইলো আন্তরিক অভিনন্দন ।
বৃদ্ধ বয়সে অনুভূতি গুলো
এখন আছে হৃদয়ে স্পন্দনে
কাব্য ধ্বনিত গুঞ্জন, কৃতজ্ঞতা।
No comments:
Post a Comment