Saturday, 20 January 2018

অনু পৃথিবীর শোনায় নিমগ্ন মন

অনু পৃথিবীর শোভায় নিমগ্ন মন

শ্যামল সোম

আমার ভীষণ প্রিয় এই পৃথিবীতে
শ্বেত কপোত শান্তি বহে আনুক
অনাবিল আনন্দ লাভ করুক
সকলে, এই শান্তি প্রতীক এই
শ্বেত কপোত উড়িয়ে দেওয়ার
মনের মুক্তি পাবে আস্বাদন।
কবির কাব্যময় মমনের এই
গোপন কথা জানে মনোমুগ্ধ।
কবির অনন্য দৃষ্টান্ত মূলক
মমনে মগ্ন আমার অনুপ্রেরণ
কবি আপন মহিমায় নিবেদন,
এ নগণ্য প্রয়াসে তাঁর মূল্যায়ন,
পরম প্রাপ্তি নিশ্চিত আমন্ত্রণ
রইলো আন্তরিক অভিনন্দন ।
বৃদ্ধ বয়সে অনুভূতি গুলো
এখন আছে হৃদয়ে স্পন্দনে
কাব্য ধ্বনিত গুঞ্জন, কৃতজ্ঞতা।

No comments:

Post a Comment