ভালোবাসে বাংলাদেশে
শ্যামল সোম
ভালো মানুষের খোঁজে
আসি বারে বারে
এই বাংলায় বাংলাদেশে,
ফিরে চলে যেতে হয়,
কাঁটাতারের বেড়ারওপারে,
কেন এত বেদনা অবাধ্য সময়ে।
কেন ফিরে ফিরে আসা, ভেসে
ভেসে গঙ্গা থেকে রূপবতী পদ্মায়।
ভালো মানুষের খোঁজে
কখন পাবনায় দিলু,
ঢাকায় ইতি, শায়লা,
কুষ্ঠিয়ায় মা ফারহানা,
শাহাজাদ পুরে জননী
হালিমার স্নেহ ছায়া,
মুসাফির মতো কখন
রংপুরে নাবিলা কাছে
সিলেটে জননী সুফিয়ার
আদর যত্নে অতিষ্ঠ,
বাবা ডাক শোনার অপেক্ষায়
কন্যাহীন পিতা আমার হৃদয়ে।
ঢাকায় বদরুল ভাই আপন ভাইয়ের
চেয়ে কাছে এক ভালো মানুষের কাছে
আসা, ঠিক এ ভাবে ভালোবাসার
অমোক টানে সালেক ভাইয়ের কাছে
থেকে অযাচিত দান গ্রহন অনীহায়
প্রেমের ধমকে চোখে জল টল টল করে।
অতিথি দেব ভব, ভারতে শুনেছি সকর্ণে
প্যাকটিকাল বেদান্ত পূঁথীগত বিদ্যা নয়।
দৈনন্দিন ব্যবহারিক জীবনে প্রতিফলন
অতিথি রূপে পঞ্চাশ বছর আসা যাওয়ায়
হাজার মা, জননী বোনেদের এবং
ভাইয়েদের নিমন্ত্রণে দু চার আত্মার
কাছাকাছি থেকে অভিজ্ঞতা হৃদয়ের
স্থায়ী বাস করছেন দিলদার বিনদাস
ভালো সত মানুষের এক এক জন
প্রতিক, প্রেমের কাব্যের প্রতিপ্রতিক এঁরৃ
মনজুর মুরসেদ ভাই, অখন ভাই
অকৃত্রিম ভালবাসা এ ঋণ রয়ে যায়।
প্রাক্তন অবসর প্রাপ্ত পুলিশ অফিসার
তাঁর নাসির সাহেব সংস্কৃতভাষা
শিখে সনাতনে ধর্ম তত্ত্ব অনুসন্ধানে
দেশ বিদেশের অনুষ্ঠানে বক্তব্য
পেশ করে আনন্দে সদা হাস্য মুখ।
ঐ মীরপুরে শিলুর কন্ঠে স্বরচিত কবিতা পাঠ
ছন্দের আনন্দে অপেক্ষায় থাকে মন,
কখন তাঁর বাহাত্তর বছরের খোকা ফিরবে,
গোবিন্দ গঞ্জে শান্তা ও ডলির
স্নেহের পরশ,স্বপনে আপ্লুত হয়ে আছি।
No comments:
Post a Comment