Friday, 5 January 2018

পাগলি যদি এই ছিল তোর মনে

- পাগলী ,যদি এই ছিল তোর মনে

শ্যামল সোম

পাগলী ,যদি এই ছিল তোর মনে চোখে
ভাষায় পাগলী হাতছানি দিয়ে ডেকে
ইশারায় আমায় আনলি কেন?
এই ভর উষ্ণ দুপুরে নির্জনে-
নিরালায় আম বাগানে বনে?
প্রেমের মন ক্ষণে ক্ষণে উন্মুক্ত
ভোরে ঘুম ঘুম চোখে চোখ পড়তেই
ভূমিকম্প স্পন্দনে উষ্ণ আলিঙ্গনে
আমাদের আলোড়িত দুজনার মন।
সেদিন সেই শরতে শিউলীফুল
ঝরার দিনে সাঁজ-সকালে-।
ঘন বরষায়, বাহিরে অঝরে
ঝরে যায়-তুই শরীরের বাঁধনে
এত জোরে বাঁধলি, বাহু বন্ধনে
এখন মরণ দোলায় দুলছে জীবন--।
সাগরের জলে, প্রাপ্ত ঝিনুক শঙ্খ
ভেজা-ঐ ঊঁকি দিচ্ছে তোর পেলব শরীর।
ঐ শরীরের পরম পরশের আশে,
এই গভীর-গহীণ খাদানে সুড়ঙ্গে
আধো-আধাঁরে, ঘ্রাণ শরীরের সর্পিল
এই পথে-তুই হাত ধরে জড়িয়ে কোমর
আমায় তুই কোথায় আনলি?
এখানে কেউ কোথাও নেই- একা
আমায় ফেলে, তুই কোথায় হারিয়ে গেলি?
পাগলী, এই পাগলী আপ্রাণ ডাকছি তোকে?
চেয়ে দেখ এখন শব হয়ে শুয়ে আছি-
অসীম হীমেল হাওয়ায়-- চোরাবালির স্রোতে
অনু আমার আদরের পাগলী দোহাই তোর,
মধুমিতা তুই মাপ করে দে, এই শেষ বেলায়
কবিতা তুই বিশ্বাস কর, কখনো আর খেলব না,
তোদের সঙ্গে এই ভালোবাসার পাশা খেলা।
ফিরিয়ে দে  আমায় আজ হারানো হৃদয় ত্রাণ
তোদের  কাছে-সেই ফেলে আসা আমার জীবন।

No comments:

Post a Comment