এ কোন সামাজিক অবক্ষয়ের বাস
শ্যামল সোম
জীবনের শেষ প্রান্তে পৌঁচছে
ভারাকান্ত এই প্রাক্তন বৃদ্ধের
হৃদয়ের ব্যথা বেদনা নৈরাশ্য
বিপন্ন মানবতার বিরুদ্ধে সব
স্তরের মানুষের নীরবতা বহে
আনে চরম বিষাদ বিষননতা।
গত কদিনের সংবাদে মুহ্যমান
তিন তিনটি দামী হাসপাতালে
ভর্তি করা হয়েছে অনেক টাকা
খরচ করে তবু সঠিক চিকিৎসা
পেলো না মারা গেলেন পিতা,
যুবক ও শিশু একই দিন লিপি।
ছেলে মাকে এই ঠান্ডা মধ্যে
মেরে তাড়িয়ে দেয় গর্ভ ধারিনী
অপরের বারান্দায় দাঁড়িয়ে
দু চোখ ভরে জল ফেলেন
অভিশপ্ত হোক অধম পুত্রের
কন্যা আত্মীয় স্বজনের জীবন,
পৌষে এই শীতে কাঁপছেন বৃদ্ধা।
আবার জনৈকা বৃদ্ধার উপর
পাশবিক অত্যাচার, জন্ম দাতা
পিতার কাছে আত্মজা সে গত
দুবছর ধরে ধর্ষিতা, এই কি
নারীর জীবন শিক্ষক ছাত্রীকে
ধর্ষণ এ এড়াতে ধর্ষণ এযাসিড
ক্ষেপন যুবতী কিশোরী ঝলসে
যায় জীবন কু প্রস্তাবে রাজি
নিত্য বঁধু হত্যা প্ররোচনা আত্মহনন
প্রেমে বিবাহের পণের জন্য বলি,
চ্যাঙ দোলা করে তুলে নিয়ে গিয়ে
সমবেত উল্লাসে কিশোরী গণধর্ষণ
এই কি নব্য সভ্যতা বিশ্বায়ন পঞ্চাশ
শতাংশ নারী সংরক্ষণ পুরুষ তান্ত্রিক
সমাজে প্রচলিত আজও ক্রীতদাসী
নারী শুধুই ভোগ্য পণ্য চরস এনেশা।
পেশা নারীপাচার চক্র দীর্ঘদিন ধরেই
চলছে চলবে আবহমান কাল ধরেই ?
বিবাহ বহির্ভূত প্রক্রিয়া পরকীয়া অর্থ
উপার্জনে রাজী দেহ দানে বাধা দেওয়া
রাজী না হওয়ায় জন্য Accid নয় ধর্ষণ।
রাস্তায় পথে রেল স্টেশনে লাইনের ধারে
শত দূরঘটনা গ্রন্থ মুমূর্ষু অবস্থায় পড়ে
থাকে কিশোর বৃদ্ধ তরুণী বৃদ্ধা কে নয়
না কেউ এগিয়ে আসে না সংশয়ে ভয়ে
থানা পুলিশ, হাসপাতালে নষ্ট সময়, হয়
মানবিকতার নিদারুণ আজ পরাজয়।
টিভি চ্যানেলে চ্যানেলে খবরের কাগজে পড়ে
ভীষন কস্ট আছি মা মাগো এ বেদনা ভুলতে পারি না
No comments:
Post a Comment