Thursday, 25 January 2018

মৃত্যু পদযাত্রা বৃদ্ধের আশ

মৃত্যু পদযাত্রী বৃদ্ধের আশ

শ্যামল সোম

বৃদ্ধের শুষ্ক হৃদয়ে
জরাজীর্ণ ভগ্নদেহে
দগ্ধ হৃদয়ে ভালো
বাস কি ফেরে ফের?
যৌবন যে পলায়ন
কেন প্রেম বহমান,
অনৈতিক অযুক্তিকর
আপত্তি, কটূক্তি করে
বহুজন, রুদ্ধ এ কন্ঠ
চিরস্তব্ধ করতে বন্ধ
করে দেয় সব লিখন।
নেই কোন অধিকার
প্রেমের কবিতা লেখার,
শাসানি গুপ্ত হত্যার
নয়তো কখন ঠিক যেন
ঐ বঁধূ নির্যাতন অসহ্য
আত্মহত্যা প্ররোচনা।
কাব্য লিখনে স্বপনে,
ত্রাহি ত্রাহি অবস্থায়
অন্যায় জেনেও কেন
প্রাণ ভরে যায় প্রেম
প্রেমিকাদের ছোঁয়ায়
আশায় আশায় আছি
হৃদয়ে স্পন্দন নিয়ে,
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে, 
যত ভাবি ভুলে যাব,
মন মন মানে না নাগো।

No comments:

Post a Comment