কাঁটাতারের বেড়ার এপার বাংলা থেকে
ওপারে, দূরান্ত প্রেমের ঢেউয়ে জলোচ্ছ্বাস ভেসে
যায় দুটি মন সে কোন স্বপ্নে নিরুদেশে গমণ?তোমার আমার হৃদয়ের স্পন্দন
শ্যামল সোম
সমুদ্র সৈকতে কাছাকাছি বসে
ছুটে আসা ঢেউয়ে আঁচড়ে জ্বলে
উষ্ণ যুগল শরীরের যত উত্তাপ
তুমি আমার হাতে রেখেছো হাত,
দুই হৃদয়ের স্পন্দনে জল প্রপাত।
তুমিই কবিতা আমরা খুবই কাছাকাছি আছি
শ্যামল সোম
তোমার ঐ হৃদয়ের উষ্ণতায় কম্পন
উষ্ণ আলিঙ্গনে কাব্যে শব্দে এ লিখন
অক্ষরে অক্ষরে আছি নীল ঐ পদ্ম
ফুটছে দেহের সরোবরের স্বাদ গ্রহণ।
কবোষ্ণ কাব্য বিন্যাসে ছন্দময় প্রাণ
উচ্ছল তন্বী অনন্ত যৌবনা কবিতার
নগ্ন চিত্রকল্প নব নব রূপে জন্ম হয়।
ছন্দের বিমূর্ত শব্দে নূপুর ছন্দ ছন্দে
আনন্দে লিখন সুখের এই অনুরোরন
মাঝে তবু তোমাকে খোঁজে সারাক্ষণ।
কিন্তু নিশ্চয়ই আমরা সমাজ বদ্ধজীব
সামাজিক দায়বদ্ধতা নিয়মে বাঁধা রয়,
এই আমার সব শব্দের অক্ষরে প্রেম হয়
এই বৃদ্ধ এ বয়সের গন্ডি ছাড়িয়ে সময়
অসময়ে কাজে ফাঁকে চারুলতার তুমি
সজল চোখ ভেসে উঠে মনের মুকুরে।
হায়! ভালোবাসা কাঁটাতারের বেড়ার ওপারে
এপারে প্রেমের দীর্ঘশ্বাস এপারে হাহুতাশ।
No comments:
Post a Comment