Thursday, 25 January 2018

নারী একমাত্র তোমার জন্য

নারী একমাত্র তোমার জন্য

শ্যামল সোম

নারী মাত্রই নীল সমুদ্রের
প্রচন্ড ঢেউয়ের তুমুল যুদ্ধ
নারী আজীবন সংগ্রামে,
এ আলোড়ন কাব্যের সহবাস
পূর্ণ  সুন্দর কাব্যিক বিন্যাস।
নারীর মাত্রই নানা নামে ফুল,
যূঁই বেল ফুল শোভা খোঁপায়,
তোমার কালো কুন্তল শোভায়
কত ঢঙে বাহারী কবরী সজ্জায়।
নারী তোমার জন্য মেঘ মেঘের
মেঘে ঘর্ষনে বজ্র গর্জন নিনাদ।
বিদূৎ চমক নারী তুমি আমার
কৈশোরে কিশোরী প্রেমিকা,
নূপুরের ছন্দে গুঞ্জনে ভেসে
হঠাৎই ঝমঝম ঝাঁপিয়ে এসে
ঝরে ঝরে পড়ল সে তন্বী বৃষ্টি।
নারী তুমিই আমার সন্ধ্যাদীপের
অগ্নিশিখা নির্জন বনজ্যোৎস্না।
জোর করে নারীর শরীরে দখলে
পেয়েছো কি হে পুরুষ ভালবাসা ?
ঘৃণা জঘন্য অপরাধের শাস্তি নরকে
দোজখে আগুন, তোমার অপেক্ষায়।
জীবনে নারী মাত্রই শক্তি, মহামায়া,
নারী মাত্রই যেন নদী, নারী মাত্রই
মা জননী, নারী মাত্রই সে কবিতা।
নারী মানে দেবী তোমার মত সুন্দর
অন্তর্লীন এ প্রচ্ছন্ন মনের পছন্দ
সুনীল আকাশ লীনা কবি তুমি।
কবিতা আমার প্রথম সে তুমিই
কাব্য প্রেম ও প্রেমের কবিতা তুমি
নারী সেও আমার জননী, ভগ্নী,
ওগো নাতনি তুমিই আমার শৈশবে
যৌবনে, বৃদ্ধের কাব্যে অনুপ্রেরণা ।

No comments:

Post a Comment