Thursday, 25 January 2018

পোড়ার মুখির পোড়া কপাল

পোড়ার মুখির পোড়া কপাল

শ্যামল সোম

গাঁয়ের মেয়ে বাপ ছুতোর কাজে
অভাব দরিদ্র পরিবারের কাল হল
আলো করা রূপ নিয়ে জন্মানো এ
উপরওয়ালা মর্জি মোতাবেক হয়।
মা আদর কে প্রথম কন্যা সন্তান
নাম রেখেছিল অভাগি ভাল নাম
দিলেন বাবা চন্দ্রা, পূর্ণিমা জোছনা
অভাগি সারা দেহে লাবণ্য অর্পনা ।
দেহের গঠন উদ্ধত যৌবন আগুন
বন্যা রূপে মুগ্ধ তাকিয়ে দেখত না
গোগ্রাসে গিলতো ঠোঁট নিজে জিব
চাটতো, আকারে ইঙ্গিতে কটু দৃষ্টি
অশোভন আচরণে কন্যা বিব্রত হত।
ভীড়ের মধ্যে মেলায় জানোয়ারের
কদর্য বিকৃত মনস্ক পুরুষদের তপ্ত
হাতের মুঠোয় নিষিদ্ধ ছবি স্তন হাত।
গায়ের ওড়ানা টেনে নিয়েছে কেঁড়ে
মেলায় বাপের সামনেই টানাটানি
গোয়ালের গরুর এ যেন ঝনঝনি।
যেই না ফোঁস করে উঠেছে কন্যা
ভোজালির আঘাতে রক্তের বন্যা
লুটিয়ে পড়লেন বাপ, পাঁজাকোলা
করে পাঁচ জনে দাঁড়িয়েছে তুলতে
বাঁশের ঝোপে হাত টানতেই অভাগি
শাড়ির আড়ালে থেকে হাঁসুয়া কোপ
দিতেই মূহুর্তে পুরুষের অপছন্দ এসিডে
ছুঁড়ে ঝলসে দিল মুখ অসহ্য জ্বলনে,
করুন আর্তনাদে শুনে মেলা ছেড়ে সব
লোকে মেয়ে বউ নিয়ে পালাচ্ছে সন্ত্রাস
ভয়ার্ত ভিত, ক্ষুধার্ত নেকড়ের দংশনে,
ক্ষত বিক্ষত হয়ে ধর্ষিতা হতে কে চায় ?।
গণধর্ষণ এখন পৈশাচিক উৎসবে হর্ষ।
এসিডে ঝলসে অভাগি এই কি ভবিতব্য
তিন মাস হাসপাতালে থেকে ফিরে ভাবে
কলেজ দরজা বন্ধ পথ কি আত্মহনন ?
নগ্ন শরীরে কেরোসিন তেল ঢেলে দাউ দাউ
করে পুড়ছে অভাগি মন্দির আর মসজিদ
খোলা বিশাল ভুবনডাঙা মাঠে ধোঁয়া উঠছে
ঐ নীল আকাশে ঘূর্ণী বাতাসে নারীর পোড়া দেহ।

No comments:

Post a Comment