Wednesday, 31 January 2018

শুভেচ্ছা বার্তা

শুভেচ্ছা বার্তা

শ্যামল সোম

ফাল্গুন কৃষ্ণচূড়া
লালে লাল রক্তিম
অভিন্দন শুভেচ্ছা,
অফুরন্ত উচ্ছাসে
এ বৃদ্ধের হৃদয়ে
অনুরোরন ধ্বনিত।
স্পন্দন এখনো
হৃদয়ে গুঞ্জন হয়,
সাহিত্য রসিক ও
আমার আত্মার
আত্মীয় ভালবাসার
মানুষদের জন্য
শীতের সকালে
কুয়াশার আড়ালে
গ্রামে পথ  শৈত্য
প্রবাহের রসের
কারবারি সে
চলেছে খেজুর
গাছের রসের
হাঁড়ি নিয়ে বাঁকে
কাঁধে তোমাদের
খাওয়াতে যাচ্ছে
কাছে এ খেজুর
গাছের রস খেয়ে
লিখবে সবাই
কাব্য রসে ভরা
যে যার প্রথম
প্রেমিক প্রেমিকা
ভালবাসায় ভরে
আমার প্রথমপ্রেম
অনবদ্য কবিতা।

No comments:

Post a Comment