Tuesday, 6 February 2018

রমণীর হৃদয়ে নিয়ত রক্তক্ষরণ

রমণীর হৃদয়ে নিয়ত রক্তক্ষরণ

শ্যামল সোম

মধুমিতা সদ্য ফুলের মতন প্রস্ফুটিত
গোলাপী যৌবনের প্রারম্ভে সুখ স্রোতে
অসম বয়সী ভাসে দুটি শিহড়িত মন।
ছুঁয়ে থাকে দেহের যৌন আকাঙ্ক্ষায়
উন্মুখ হয়ে সম্ভোগ সমুদ্রের ঢেউয়ে
তরঙ্গে যুগলের সন্তরণে ঘন শিহড়ণ।
সতেরো বছরের তন্বী তরুণী সে তখন
রঙিন প্রজাপতি একাদশে ছাত্রী যখন
সাতাশ বছরের যুবকের সাথে বন্ধুত্ব।
ফেসবুকে পরিচয় জানাজানি ভয়ে
দুজনেই বেঠিক আই ডি তে গোপন
ছবি কখন ভি ডি ও চ্যাটে নগ্ন যৌবন
দেখেই প্রলুব্ধ দুজন রূপবতী রাজকন্যা
ওদিকে সোলেমান রাজপুত্র হিরো বুন্য।
কত আদান প্রদান গোপন প্রেমে পড়ে
মুগ্ধ যুবতী  শোনে শত প্রেমের কবিতা
এ কাব্য উপহারে ভরে ওঠে গ্রহীতা মন।
এ শব্দ চয়নে বাক্য বিন্যাসে ছন্দময়
তার স্বপ্ন চিত্রকল্পে মৌতাতে এ কাব্যময়
বাঁশির সুরে সুরে নেচে ওঠে মধুমিতা,
রাত জেগে কত কথপোকথনে স্বপন !
এসুখে স্বপন দুচোখে প্রেমের সাম্পাণ
ভেসে চলে ভালোবাসার ব্যাকুল স্রোত।
সাম্প্রতিক কালে এ আধুনিক প্রযুক্তির
ছোঁয়ায় ঘরে ঘরে সংসারে উন্মুক্ত করে
কেউ কেউ ভীষন পরকীয়া প্রেমের টান
আহ্বানে জ্ঞানহারা আসক্তি এ আস্বাদন।
মাতৃহারা কন্যা সৎমায়ে তাড়নায় তাড়িত
মামার বাড়িতে অবহেলা অনাদরে পালিত।
ভাতের জন্য ভালোবাসার হাত ধরে বিবাহ
গোপনে পলায়নের পরে দুটি সন্তানের জননী
প্রেমিক স্বামী কদাকার রূপ ধারণ নির্যাতন
শোষন কঠোর প্রহার মদ্যপ অবস্থায় নিত্য ধর্ষণ 
আহ্লাদের হাতভাগী ভালোবাসার কাঙালিনী
আজ স্বামী পরিত্যক্তা দুঃস্থ দুটি শিশু সন্তান
নিয়ে কোথায় যাবে হাজার হাজার প্রতারিত
জাত পাত ধর্ম নির্বিশেষে সকলে মনে প্রশ্ন
এ স্বপ্ন ভাঙার খেলা আরো কত কাল চলবে ?

No comments:

Post a Comment