Thursday, 15 February 2018

পুরা কালে

পুরা কালে পৃধিবীর সে এক দেশে এক সে কবি

মানুষকে ভালোবেসে যখন, খোলেন তাঁর ঝাঁপি

সাপের ফণা মেল তেড়ে দ্রুত ছুটে আসছে ঐ যে কবিতা--

ছোবল মারবে কাকে, লক্ষ স্থির দৃষ্টিতে খোঁজে তাকে,

কারা তারা ? ধন্যবাদ আপনাদের ! আপনারা জানেন ?

এ কবি কে ?

কি তাঁর পরিচয় ?

কবির কোন ধর্ম ?

ভয়ে গায়ে তাঁর কি বর্ম ?

আচ্ছা কবির জাত কি ?

কবি কোন দেশে বাস?

ধনী, না গরীব কোন সংসারে আবাস?

কবি কোন ভাষায় লেখেন?

কবিকে কি শেষে বন্দি করবে?

কবিকে কি খুঁজছে আততায়ী?

শ্যামল সোম

আমিও বাহাত্তর বছরের বৃদ্ধ,  অবসর প্রাপ্ত, বিভিন্ন ই- ম্যাগাজিনে,  ফেসবুকে, সংস্থা তে কবিতা,  ছোট গল্প,  রম্য রচনা লিখে থাকি।
আমিও বিশ্বাস করি,  " সবার উপরে মানুষ সত্য,  বিশ্ব আমার স্বদেশ,  সারা পৃথিবীর মানুষ আমার পরম আত্মীয়।"

No comments:

Post a Comment