Friday, 9 February 2018

আমি তাল পাতার সেপাই

আমি তাল পাতার সেপাই

শ্যামল সোম

পঞ্চান্নে কৈশোরে যখনই রেখেছি পা
তখনই হৃদয়ে ফেঁদেছি সা ---
সা রে গা মা পা ধা নি সা।
নানা সুরে গাওয়া হলো কত গান,
এখন প্রাণ কেন করে আনচান।
যৌবনে শত কবির কাব্য পাঠে
মনের আনাচে কানাচে শব্দ ঘুরে
ঘুরে এসেছিল ছন্দে ধ্বনিত  নূপুর।
বৃথা প্রয়াসে বন্দিনী প্রেমিকা কবিতা
তরে তরে ভালবাসায় ফল্গু কপোতক্ষা
নদী হয়ে শত ধারায় বহে গেছে সমুদ্র।
লোনা ঘোলা জলে ঝাপসা দৃষ্টি আজ
জরাগ্রস্ত  বৃদ্ধ বয়সে চরম ব্যর্থতা বাজে
হাহাকার স্পষ্টই প্রতীয়মান সেজে তাই
এ সে এক তাল পাতার পরাজিত সেপাই
কাব্য লিখনের স্বপ্ন থেকে দুর্দান্ত কোপাই
মজা নদী লেখার বাসনায় কলমের কালি
সারা মুখে মেঘে  আজ সঙ সেজে আছি।
নিশিথে  মেঘে ঢাকা তারা মতন প্রস্ফুটিত
রবীন্দ্রনাথ কাব্য  বকুল গাছে গাছে ঝরে
মন ছুঁয়ে থাকে, " জল পড়ে পাতা নড়ে!"

No comments:

Post a Comment