Monday, 12 February 2018

হে নারী জ্বলে ওঠো

হে নারী জ্বলে ওঠো

শ্যামল সোম

তোমার লেখাই আমার অনুপ্রেরণা
কবিতায় আশ্রয় নিয়েছি নগণ্য
একটা প্রয়াস।
বোন এবার তুমি আপন লিখনে
জ্বালিয়ে আলো সে আলোয়
উদ্ভাসিত হয়ে উঠুক নারীর জীবন।
সকল নারীর প্রতি সহিংসতা বিরুদ্ধ
প্রতিরোধে লিখন হোক তলোয়ার,
কলম তোমার হোক সেই হাতিয়ার।
এ হাতিয়ার হিসেবে ব্যবহার করো,
বিদ্রোহ সামাজিক বিপ্লব ঘটাতে---
আগুন ঝরাও কবি সোচ্চার হতে
হবে নারীদের মধ্যে সাহস দাও।
প্রতিরোধ গড়ে তুলতে হবে কাণ্ডারী।
নারী তোমার লেখার ক্ষমতা রয়েছে
নিশ্চয়ই পারবে বন্ধু রইলো আমন্ত্রণ
সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধাচরণ।
হে নারী আগুনের অক্ষরে অক্ষরে
প্রতিদিন রক্তাক্ত ঐ ক্ষরণে হৃদয়ে
বার্তায় প্রতিবাদ করতে হবে লেখো
মুহুর্তে  স্ফুলিঙ্গ জ্বলে উঠুক লিখনে।
সমাজে একটি স্ফুলিঙ্গ থেকে জ্বলে
উঠবে দাবানল ছাই হবেই আবর্জনা ।
কলমের আঘাতে আঘাতে হবে বিবর্তন
ক্ষত বিক্ষত করো অন্যায় যত নিপীড়ন
অবিচার নির্যাতন অত্যাচার শোষনে
প্রতিরোধ গড়ে উঠুক নারীর সমবেত
অথবা সবাইর একান্ত ব্যক্তিগত প্রয়াসে।

No comments:

Post a Comment