Tuesday, 6 February 2018

একটু হৃদয়ের উষ্ণতার জন্য

একটু হৃদয়ের উষ্ণতার জন্য

শ্যামল সোম

হিমেল হাওয়ায় ঐ পাতা
ঝরে যায় গাছে গাছে
ঝরা পাতার এ স্মৃতির
পালক উড়ে আসে কাছে।
তুষার পাতে শীতার্ত রাতে
উষ্ণতা খোঁজে ভাঁজে
ভাঁজে শরীরের পরস্পরের
বহমান রক্ত প্রবাহে
সরীসৃপ জোড়া শরীর
শরীরে অভ্যাসে শরীর
জাগে আঁধারাচ্ছন্
সর্পিল সুড়ঙ্গ পথে ঝর্নায়
ঝিরঝির ঝরে,পিচ্ছিল
সিক্ত গুলমোহর সুরম্য
লতা পাতা ঢাকা গুল্মের
আড়ালে রক্ত পদ্ম রম্য।
যুগ্ম সাপের মিথুনে
অতৃপ্তির প্রাণহীন নিস্ফল এ
প্রয়াস কাব্য প্রেমে নেই,
শুধুই শারীরিক অভ্যাস।
কেন কাঁদে প্রাণ প্রাণময়
প্রেমিকার ভালবাসায় ভরে
আছে আজও হৃদয়ের
গহীন গোপন আস্তানায় ঝরে
হীম প্রহেলিকা করে উন্মোচন
রাতের কুয়াশায় ঢাকা
কাঁটাতারের বেড়ার ওপারে
তার হাহুতাশ,ও আমার
চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে
এলো তোমাকেই হারানোর
হাহাকারে দুই প্রান্তে দুটি
হৃদয়ের আলিঙ্গনে কাব্যে
অক্ষরে অক্ষরে লেখা রবে
প্রিয় প্রেমের যৌথ সৌধে
পরস্পরের প্রতি অটুট
বিশ্বাসে আত্মমগ্ন প্রেম নির্যাস
পাণে পরিপূর্ণ দুজনের
হৃদয় এই দূরান্তে ভালবাসায়,
পরস্পরের হৃদয়ে কাছাকাছি
এসে আনন্দে কাঁদছি
তোমার মন ছুঁয়ে যাওয়া
এ ফল্গু ধারায় ভালবাসায়।

No comments:

Post a Comment