সখী সংবাদ
শ্যামল সোম
আয় সখী আয় আমরা দুজনে এই নিরালায় বসে
আয় সখী আজ এই নির্জনে ঘাটে জল আনতে এসে
এই খানে দুজনে একটু বসি, ও সই তোর মনের দুখের
কথা বল?
কি আর বলবো সই, সোয়ামীর মন পেতে কাল রাতে,
সেজে রঙিন শাড়ী পরে, চোখে সুর্মা, দুহাতে রঙিন
বাহারী চুড়ি, কত অধীর আগ্রহে স্বামীর জন্য বিনিদ্রায়
রাত যাচ্ছে, জোছনভরা আকাশে সাথে জাগছিল তারারা।
ও বুঝেছি ! বৃথা রাত গেল, ফিরলো না সে, ফজরের আযান
ভেসে এলো, আকাশ ভোর হয়ে আসছে, বসলি প্রার্থনায়!
সখী এবার তোর কথা বল?
বলতে সরম লাগে,
ঢঙ, আমার কাছে লজ্জা লাগে?
মনের ব্যথা সখী তোরে ছাড়া করে কই?
সোয়ামী রাতে কাজের শেষে ফিরলো ঘরে
পানি আনলাম, গামছা দিলাম, গোসল করে
এলো সে, কত সময় নিয়ে সেজে গুজে এত
আশা নিয়ে ওর পানে চাইলাম, যদি একটু
জড়িয়ে আদর করে, হায় পোড়া এ কপাল
ফিরেও একবার ক্ষণিকের জন্য চোখ মেলে
দেখলো না, খেতে চাইলো রাতের খাবার
খেয়ে সাতটি তাড়াতাড়ি বিছানায় শুয়ে
নাক ডাকছে, মন পুড়ছে, দাউ দাউ করে
জ্বলছে আগুন, ফাগুন মাসে, শীতল হলাম
কই? বুকের মাঝে শুধু কষ্ট মুখ বুজে সহি।
No comments:
Post a Comment