Tuesday, 6 February 2018

নারীর হৃদয়

নারীর হৃদয়

শ্যামল সোম

ঘণ  নীল আকাশে শুভ্র মেঘ কল্প মন
উড়ে এসে শঙ্খ চিল বেশে মমন চিন্তন,
দূরে নীল সমুদ্র নারীর হৃদয়ে অবগাহন,
জলে ডুব দিয়ে শঙ্খ চিল মন ছোঁয় স্বপন।
এ স্বপ্নিল মন ডানা মেলে উড়ে উড়ে যায়
সত্য পৌঁছাতে চাই পবিত্র মনে ভালবাসায়
পায় খুঁজে সে নারী মন, পড়ন্ত শেষ বেলায়         
মুছে দেয় গোধূলি লগ্নে তাঁর সে অশ্রু মোছন
উষ্ণ  হৃদয়ের গহীন অরণ্যে ছন্দময় অকৃপন
ওগো প্রেম শুধুই ছলনা নয়, শরীরের কাছে ----
আসা ছলে বলে কৌশলে বল প্রয়োগে সাথে
প্রলোভনে মিষ্টি কাব্য সে লিখনে আদরে 
আদরে কি আদায় করা যাবে আদ্রীত  মন ?
নারীর মন পাওয়া সমুদ্রের অতলে তলিয়ে
নিজেকে নিঃশেষে, সার্থহীন নিরন্তর  বিলিয়ে,
পদে পদে সংশয়ে সন্দহে ভালবাসায় ভরিয়ে
নারী বিছিয়ে দেয় আপন সে হৃদয়ের আঁচল
হৃদয়ের প্রচন্ড ঢেউয়ে ঢেউ আছড়ে পড়া ক্ষণ
এই প্রতিক্ষণ উপলব্ধি করে শতকরা কতজন
নারীর হৃদয়ে প্রেম জাগে যৌবনে কাব্য পাঠে
নূপুরছন্দা আনন্দে সে শব্দের অক্ষরে অক্ষরে
হৃদয়ের উষ্ণতায় কম্পন শরীরে উঠে স্পন্দন,
অবক্ষয়ের চোরা স্রোতে চাঞ্চল্যকর তথ্য অর্পন,
বিকৃত মনস্ক মানুষ সে শত্রুর আয়োজনে ধর্ষণ।
নারীর ব্যথায় সমব্যথী হওয়া সে তো পুণ্য অর্জন
নারীর আহ্বানে হৃদয়ে সিংহাসনে তাঁর আরোহণ।

No comments:

Post a Comment