কষ্ট মনের ব্যর্থ কথা
– শ্যামল সোম
এ বাঁশি আজ আর মনে বাজে না সুমধুর
আমি চলে যাই এই পৃথিবী ছেড়ে বহুদূর।
নিঃসঙ্গি নদী বহমান স্রোতে মনের কোনে
জমা ব্যথা অনুভবে কষ্টে মৃত্যুর প্রতীক্ষায়।
আজ আমার শেষ প্রণতী গ্রহণ করো পৃথিবী
বিদায়ের আসন্ন মূহুর্তে, হিংসাত্মক, কতিপয়
লোকেরা উন্মত্ত, নিষ্ঠুর উন্মূখ ধর্ষণে উদ্যম
উৎশৃঙখল অমানবিক আচরণে উন্মাদ।
আমার নিরবে অশ্রুপাত, তোমাদের জন্য
কাঁদছে মন এত ভালোবাসা সহানুভূতি, কৃপা
জনক, জননী তোমাদের কাছে ফিরবো এ
আমার নিশ্চিত অঙ্গীকার, ভালো থেকো সবাই।
জনৈকা আমার পরম প্রিয় কবির শৈল্পিক এ পাথেয়
হবে আমার পারাপারে পরম প্রাপ্তি তাঁর কল্যাণ হোক।
আপনি নিজেকে ৭৪ বছরের বৃদ্ধ মনে করবেন না প্লিজ।
যৌবন লুকিয়ে থাকে বয়সে নয়,….
প্রকৃত যৌবন, প্রকৃত তারুণ্য থাকে মনে।
আপনি বয়সে প্রবীণ হলেও….
মন আপনার চীর তারুণ্য ভরা..
এক উড়ন্ত বলাকার পাখা মেলে দেয়া
কোন এক দূর তেপান্তর পারি দেবার মতো মনোবল রয়েছে আপনার।
ধন্যবাদ আপনাকে!!! চীরজীবি হয়ে থাকুন আমাদের মাঝে।
ভাষাজ্ঞান আমার ক্ষীন।দয়া করে মার্জনা করবেন।!!!!!!
* * *
তুমি হে
পদ্মা পারের কন্যা দিলেম শাপলা ফুল,
ভেঙে মোর গানের তরী ভাসিয়ে দিলেম নয়ন জলে
( মন্তব্যে ) বাঁশিওয়ালার প্রাণ জানাগানীয়া সুর
সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়।
মনের বলতে য় বাদে, সখী মরি-যে– লাজে
তব নুপুর ধ্বনি হৃদয়ের গহীন অরণ্যে সাঁঝে।
* * *
পদ্মাবতী—-
ও গো বাঁশি ওয়ালা,
বাজাও তোমার বাঁশি…..
শুনি আমার নতুন নাম……!!!!
আপনি বটবৃক্ষ।দীর্ঘজীবি হোন আপনি।আপনি আমাদের অনুপ্রেরণা।
ধন্যবাদ আপনাকে!!!! আপনার মতো জ্ঞানী গুণীর লেখার শেষাংশে আমার মতো ক্ষুদ্র তুচ্ছ মানুষের কিছু লেখা ঠাঁই দেবার জন্য!!!
সত্যিই আমি ধন্য,আমি ধন্য….
যদিও আমি অতি সামান্য,অতি নগন্য…….!!!
No comments:
Post a Comment