আগামী একুশে ফেব্রুয়ারি
শহীদ স্মরণে তাঁদের প্রতি শ্রদ্ধা,
সবাইকে অভিন্দন শুভেচ্ছা জানাই।
মনের কথা জানে মন
শ্যামল সোম
মুখের ভাষা
রক্তে স্রোতে
আহা মরি
বাংলাভাষা।
তোমার ভাষা
আমার ভাষা
বাংলা ভাষা
মাতৃভাষা এই
মুখের ভাষা।
সুখ দুঃখের
ভাষায় কথা
বিনিময়ে এ
ভাষায় প্রনয়।
ভাষ্য মতে
একটি শব্দে
আমার একই
বাঙালি সেটাই
আসল কথায়
ফিরে আসি
মানসিক মিল
অন্ত মিল নীল
আকাশে তলে
আমরা আছি।
ভাষা দিবসে
শহীদ স্মরণে
শ্রদ্ধা মমনে
সহমর্মিতায়
সুখে দুখে
পাশে থাকা
ভালোবেসে
ভাষার বন্ধনে
আবদ্ধ হৃদয়।
এপারে শুনি
প্রতিধ্বনি গান
প্রাণ আনচান,
শতসহস্র প্রাণ
আত্মবলিদান,
ব্যথা বেদনা
অনুভবে মন
অনুরোরন হয়।
শঙ্খ চিল মন
ধায় মমনে প্রায়
গাঁথা হয়ে রয়ে
যায় হৃদয়ে এ
আয়নায় চোখ
পড়তেই তুমি
একি স্বপ্ন দেখি?
সবাই আমার
আত্মার আত্মীয়
ভালবাসায় ভরিয়ে
দিলেম সবার হৃদয়ে
একুশের চেতনা
জাগ্রত সনাতনী
বাঙালীর ঐক্যে।
No comments:
Post a Comment