Monday, 12 February 2018

চুম্বন দিবসে ফিরিয়ে নিয়েছি ঠোঁট

চুম্বন দিবসে ফিরিয়ে নিয়েছি ঠোঁট

শ্যামল সোমের পাশে থেকো

কাছে আসতেই ঝাপটে ধরলে আমাকে
এক ঝাপটায় সড়িয়ে নিলে কপালে চুল
নদী তোমাকে ও ভাবে আগ্রাসী মনোভাবে
ধেয়ে আসাতেই বাগ্রিনীর আক্রমণে তটস্থ
দু হাতে সপাটে মারলে চড় গালে আদরে
আদরে আদিখ্যেতা পরম আহ্লাদে গদগদ
আনন্দে আপ্লুত হয়ে আছো চুম্বন দিবসে।
চুম্বনের বদলে পাওয়া পারফিউম, লকেট,
টাচ ফোন, কণিস্কের হীরের আংটি বা দুল।
চুলবুল করছে তোমার মন অন লাইনে ভুল
কি এতজন, সগর্বে ঘোষণা ফলোয়ার লক্ষ
লক্ষ লক্ষ পুরুষ আমি স্বর্গীয় অপ্সরী উর্বশী।
কাছাকাছি দু জোড়া ঠোঁট অঝোরে ঝরছে
কাম, হঠাৎই ভক করে উঠলো গা গুলিয়ে
গলায় পাক খেতে থাকো এক দলা থুতু বমি,
নদী তোমার মুখের দুর্গন্ধে বন্ধ প্রবাহ প্রশ্বাস
শতসহস্র পুরুষের চুম্বনে ক্ষত গূঢ় লিপস্টিক
রক্ত রাঙা নদী তোমার ঠোঁট এগিয়ে আসতেই
আমি আমার ফিরিয়ে নিয়েছে আমার ঠোঁট--
পাছে আত্মগ্লানি অবসাদে হৃদয়ে লাগে চোট।

No comments:

Post a Comment