Monday, 19 February 2018

ঘুমায়ে পড়ছে মজা নদী

ঘুমায়ে পড়েছে মজা নদী

শ্যামল সোম

আজ কত কাল বিনিদ্রায় কেটেছে শত রাত
কীতৃন খোলা নদীর রূপে প্রেমে অকস্মাাৎ
শৈশবে ফেরারীর সহসা হয়েছিল সাক্ষ্যাৎ।
আজ বাংলাদেশের ভ্রমণে এসে দেখা হয়ে যায়
আব্দুল কাদের মাজির সাথে একমুখ হেসে,
" সালাম কর্তা কোলকাতায় আছেন কেমন ?"
ভালো নেই ভাই, বাতাসে মিশে আছে দূষণ !"
শিকারের টানে বারবার ফেরা ভালবাসার ঘ্রাণ
আশ্বিন মাসে পাকা সোনার ফসলে কি পোকার
কেটে গেছে নবান্ন উৎসবে পরিযায়ী পাখি বাদুড়
সরীসৃপ নিঝুম খোলস খোসছে, চোখে চশমার
আড়ালে দেখি প্রবীন অশ্বত্থ গাছে কোঠরে পেঁচা
কেন এ চোখে চায় অন্ধের মতন কবিও  কি সেই
হাঁতড়ান শালুকফুল ফোটার ডাহড়ে উড়ছে ফড়িং।
আবদার করি," আবদুল ভাই আড়িয়াদহের মাঝ
থেকে আড়িয়াল খাঁ নদী পথে শেষবার দেখবো
ভাই রূপশ্রী রূপসী বাংলাকে নানা নদীর বুকে
ভেসে ভেসে রুপালি রাতে প্লাবিত জযোৎসনায়।
ঘটে যায় বজ্রপাত বিদূৎপর্ণার ঝলসিত রূপে
হৃদয়ের গহীন গহ্বরে উঠে কম্পন শুনি একি
কালের অবক্ষয়ের কি মজে আসছে কবির
বিরহের বেদনায় নদীও শুকায়ে যায় মরা চাঁদ
গেছে বুঝি বেনো জলে ভেসে  অবশেষে ফাঁদ
পেতেছে মত্যু এ মামুলি জীবনের এই অবসান।

No comments:

Post a Comment