Thursday, 15 February 2018

হে নারী ভালবাসার পাঠ শিখিয়েছো তুমি

আমার গঙ্গা ও  পদ্মা নদীর
নারীদের জানাই কৃতজ্ঞতা
সসম্মানে ভাললাগায়
ভালবাসায় ভরিয়েছেন আমার হৃদয়।

হে নারী ভালবাসার পাঠ শিখিয়েছো তুমি

শ্যামল সোম

তোমার কাব্যে অগ্রগামী
স্রোতে ভাসিয়েছি মন,
আমার ভীষণ ভালো
লেগেছে ধন্যবাদ কবিগন
হে নারী তুমিই জীবন
যুদ্ধে জয়ী হও, পালনে
লালনে একমাত্র
ভালোবাসার ক্ষমতাকে
দখল রেখেছেন,
মা বোন নাতনি কন্যা রূপে।
হে নারীদের মধ্যেই
একেবারে ব্যতিক্রমী উদ্যোগ
নিরন্তর নিরস্ত্র এ এক
অনন্ত ঐশ্বর্য বিমুগ্ধ প্রেম
তোমাদের ভালোবাসা
এ লেখা পড়ে মুগ্ধ হলাম।
শব্দ চয়নে কাব্য লেখেন
তা সব অসাধারণ
একটি বড় প্রমাণ
পাওয়া গেছে বলে মনে
হলো তোমার সব লেখা
পড়ে আপ্লুত হয়ে
ভাবি এমন অবিশ্বাস্য 
অনবদ্য লেখা যায় ?
এ কাব্য গরল বিষ
খেয়ে উন্মাদ বলছি
আমি কাব্যের ভালো
বাসায় সিক্ত হয়ে আছি
তোমার মনোমুগ্ধকর 
কবিতার কাছাকাছি
মাঝে কাঁটাতারের
বেড়ার ওপারে ও
হাহুতাশ চাপা দীর্ঘশ্বাস
বেরিয়ে এলো
তোমার লেখা পড়ে
পাতা নড়ে শিশির ভেজা
ঘাসে নিঃশ্বাসে মিশে
ভালোবাসার ঘ্রাণ নিয়ে
হিমেল বাতাসে ঝরে
পড়ে  জীর্ণ পাতা
এই প্রভাত নিশ্বাসে
বাংলাদেশেও কি মিতা?

No comments:

Post a Comment