তুমি জীবন্ত কবিতা -তোমার জন্যই আমার এ লেখা।
প্রিয় কবিতা জন্য প্রতিক্ষা
শ্যামল সোম
আমি অপেক্ষায় থাকি
আমার মনের যত জমা কথা
হৃদয়ের গোপন ব্যথা
কাকে বলি ?
কে শোনে?
আপন সুখ দুখের সাথে
মিলে মিশে আপনি আছি।
তবু মাঝে মাঝে মনে হয়
এক জন অনন্ত বন্ধু
মনের মতো
পাশে থাকলে বেশ হতো
মনের কথা মনে
চেপে না রেখে
বন্ধুকে খুলে বললে
মনের ওপর চাপ কমে যেত।
বলবার জন্যে তন্ন তন্ন করে
খুঁজে ফিরি শেষে কাউকে না
পেয়ে একা একা তন্দ্রাহারা।
তন্ময় হয়ে নিজের লেখা
নিজেই পড়ি,
শব্দগুলো উলটে পালটে
মনের ইচ্ছে সাজাই।
আমার কবিতা তুমি মাঝ রাতে
চুপিচুপি এসে, আমার শিয়রে
অভিসারে সেজে খোপায়
যূঁই ফুলের মালা জড়িয়ে
পায়ে নূপুরের সুর তুলে,
তোমার ঐ সুর্মা আঁকা চোখ
ছল ছল দৃষ্টিতে, তাকিয়ে থাকা
একাকীত্ব দূর করতে
পাশে ঘনিষ্ঠ বন্ধু মতো
পাশে এসে বসা
নরম হাতের ছোঁয়া
কবিতা তোমার কাঁদে কাঁদা
কখন তোমার হেসে ওঠায়
আমার মুখে হাসি
কবিতা তুমি তো জানো
কতটা তোমাকে ভালোবাসি
শব্দের অলংকরণ চিত্রকল্প
ছন্দে ছন্দে আনন্দে ভাসি।
No comments:
Post a Comment