শুধুই তোমার জন্যে–
শ্যামল সোম
পাগলী একবার তুই
বল,” সোম ভালোবাসি
তোমাকে ”
দু হাত বাড়িয়ে বল আমাকে।
আমিও ভালোবাসি
পাগলী তোকে
পৃথিবীর দেশ
দেশান্তরে থেকেই তুই
আমার কাছে এসে
জাত ধর্ম,ভুলে
আয়রে পরস্পরকে
খুব ভালোবাসি।
বিশাল বয়সের
ব্যবধান পাহাড়ের
প্রাচীর দুই হাতে
পাহাড় ঠেলে সড়িয়ে
বঙ্গপোসাগরে নীল
সমুদ্রে ঢেউয়ে ভাসি,
হিমালয়ে পাহাড় পর্বত,
ডিঙিয়ে পার হয়ে
যাই শেকড়ের সন্ধানে
গঙ্গা পদ্মা সাঁতরে
আমার জন্মভূমি
ময়মনসিংহকে প্রণাম
জানাই আমার
আন্তরিক অভিনন্দন প্রেম।
পাগলী স্বপ্নের
রাজকন্যা তোর প্রেমে ব্যর্থ
হওয়ার পর ও শতসহস্র
অত্যাচার সহ্য করে
আবার স্বপ্নে আমি
সাত সাতটি মহা সমুদ্র,
আর তেরোটি মহানদী
এক দমে পেরিয়ে
ফিরে আসি এক ডালি
নানা ফুলের স্তবক
হাতে নিয়ে কাছে এসে
পাগলী তোকে বুকে
জড়িয়ে নিয়ে ভেসে যাবো
একেবারে গুপ্ত গুহায়
গহীন অরণ্যে হিমালয়ে।
No comments:
Post a Comment