Monday, 12 February 2018

শ্যামল সোমের উৎসর্গীত কাব্য

শ্যামল সোমের উৎসর্গীত কাব্য--

"ভালোবেসে ভালোবাসায় আছি,"

* আজ চুম্বন দিবেসে*

একটি চুম্বন দৃশ্যে অভিনয় করে চলছে প্রেমিক প্রেমিকা আসল নকল দম্পতি পরকিয়া দেহজ প্রেম  পথে বাঁকে গাছের আড়ালে বেপথে গোপনে নির্জনে কখন প্রকাশ্যে দিবালোক খোলা রাজপথে প্রতিবাদ স্বরূপ ছাত্র ছাত্রী পরস্পরকে দুহাতে জড়িয়ে ঘনঘন সশব্দে চুম্বনরত তাদের দেখতে সমবেত জনগণের মনে লাগে আলোড়ন, চুম্বনে চুম্বনে রক্তাক্ত করেছে ঠোঁট অঝোরে ঝরছে রক্ত,রক্তের নদী মজা খাল হয়ে বহে গেছে সামাজিক অস্বাভাবিক অবক্ষয়ের পথে, চুমু খায় শিশু মেয়ের সাথে জঘন্য যৌন নিগ্রহ নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে শৈশবে এ ভয়ঙ্কর ছোবলে বিষ থেকে যাবে বিভীষিকাময় দূরঃ স্বপ্ন আজীবন, নগ্ন কিশোরী যৌনবতী যুবতী বারবধুঁ কাউকে ছলে বলে কৌশলে বল প্রয়োগে প্রলোভনের ফাঁদে ফেলে বন্ধুত্বের ছদ্মবেশে শিক্ষক পাড়াতুতো দাদা কাকু জেঠু স্বয়ং পিতা আজ ধর্ষনে অভিপ্রায় পূরণ করতে লীলায়িত লালসায় লকলকিয়ে উঠছে অধঃপতনের অতলে গণ ধর্ষনে আর্তনাদে শুনে আহত এ মন ফিরে চায় গভীর গহীন অরণ্যে পর্বতের গুহায় বা নদীর অববাহিকায় কখন নদীর মোহনায় বা সমুদ্রের সৈকতে একা পালিয়ে এসে প্রকৃতিকে ভালোবেসে চিৎ হয়ে শুয়ে আছি বালুকা বেলায় খোলা নীল আকাশের নীচে পলায়িত মন ফিরতে চায় না আর, চলেছি চরৈ বতে চরৈ বতে চরৈ বতে চলমান জীবন।

No comments:

Post a Comment