Monday, 12 February 2018

অনন্যা হে নারী আলোক পর্ণা

অনন্যা হে নারী আলোক পর্ণা

শ্যামল সোম

তুমি কি করে হও ভোগ্য পণ্য?
কবির শেষের কবিতার লাবণ্য,
ঐতিহাসিক বাস্তবতায় উলঙ্গ !
নগ্ন এ সত্য সমাজে অবক্ষয়ে,
প্রস্তর যুগের পর যুগ পেরিয়ে
এসেও প্রাগৈতিহাসিক যুগের
প্রতিচ্ছবি প্রতিধ্বনিত আর্তনাদ
একবিংশ শতাব্দীর সূচনা পর্বে
এ পুরুষতান্ত্রিক সমাজের গর্ব
আস্ফালনে পরম আহ্লাদ ধর্ষণ
সতীদাহ প্রথা প্রকাশ্যে নির্যাতন।
প্রেম শুধুই কি ছলনা প্রতিশ্রুতি
এসিডে ঝলসে অভাগি আকুতি
বোধ বুদ্ধি হীন বধির অন্ধ এ ভান,
বঁধূ হত্যা নির্যাতন নাহি পরিত্রাণ।
পুণ্যাবতী সতী স্বামীর কল্যাণ চান।
বিবাহে পণের বলি পোষ্যে যৌতুক
বহুগামি পরকীয়া প্রেমের কৌতুক।
ভয়ঙ্কর ভয়ার্ত প্রসূত সন্ত্রস্ত সন্ত্রাস
মুক্তি নেই মুক্ত নয় লালসার ত্রাস।
নিয়ত রক্তাক্ত ভগ্নী, জননীর যোনি
বিকৃত মনস্ক পুরুষরা কি ধনে ধনী ?
উল্লসিত যৌন তাড়নায় উন্মাদ উন্মুক্ত
পলায়তা যুবতীর পশ্চাতে ধাবমান শক্ত
সমর্থ উড্ডীন পুরুষের ঢংকা নিনাদ পোক্ত
পোঁকা কুঁড়ে কুঁড়ে খায় যাকে কাছে পায়
নারী পণ্য যে ভোগের জন্য যে যখন চায়।

No comments:

Post a Comment