মনের টানে ভালবাসার ঘ্রাণ
শ্যামল সোম
তোমার সাথে জন্মান্তর
সমুদ্রের সাথে ঢেউয়ে
যুগ যুগান্তর ধরে
আবহমান কালে এ সম্পর্ক,
স্বপ্ন দেখি দুজনে দু প্রান্তে
অনুভবে উষ্ণ হৃদয়ে।
আমরা শরীরের ঘ্রাণ পাই
অন্তরে অন্তরে ভিতরে
আমরা পরস্পরের থেকে
অনেক যোজন দূরে দূরে
দূরে কোথায় দূরে দূরে
বাতাসে ভেসে আসে সুরে সুরে।
একই নদী এ গঙ্গা নদী
কাঁটাতারের বেড়ার ওপারে
স্রোতস্বিনী চিরযৌবনা
সুন্দরী পদ্মা হয়ে বহে যায়।
সাগর প্রেমিককে অমোক
টানে পড়ন্ত বেলায় টানে
গোধূলি লগ্নে আকাশে
রঙের আবরণে আবৃত তুমি
আমার হৃদয়ের আকাশে
আঁকা তুমিই মউ রঙধনু।
কোন দিন আর যাওয়া
হলো না সে সমুদ্র মোহনায়।
আমাদের কাছাকাছি হবে
না আসা, তবু এ আশায়
স্বপ্ন দেখি দুজনে মিলে
হাতে হাত ধরে হেঁটে গেছি
একই সমুদ্রের বঙ্গোপসাগরে
একসাথে সমুদ্র স্নান।
ভালোবাসার অঙ্কুরিত
মনের টান অনন্ত এ ভালবাসায়
বিষাদে আচ্ছন্ন বিষন্ন মন
কাঁদে সারাক্ষণ খুঁজে তোমায়।
No comments:
Post a Comment