আসন্ন ফাল্গুনে বসন্ত
শ্যামল সোম
আসছে ফাগুন
বসন্ত মধুমাস
চোখে চোখ
পড়েই সর্বনাশা।
শিমূল পলাশের
ভরে উঠবে
কৃষ্ণচূড়া গাছে
গাছে কোকিল
কন্ঠে ব্যাকুল
কূহু কূহু ডাক
হারিয়ে যাক।
নীলআকাশে
মৃদু বাতাসে
উড়ে কুন্তল
কেশ বিন্যাসে
রাঙা পলাশ
হৃদয়ের উষ্ণ
প্রেম গোপন,
মন মনে মনে
ভালোবাসায়
যে ভেসে যায়।
মধুর মিলনে
প্রাণ আনচান
এ আহ্বানে
মন আকুল
ব্যাকুল করে।
উষ্ণ হৃদয়ের
স্পন্দন কম্পন,
লিখুন প্রেমময়
কাব্য স্বপ্নময়
ছন্দময় চিত্রকল্প
যুগলবন্দি জল্প।
কল্প লোকে দাহ
অন্তরে অন্তরে
জ্বলবে আগুন
আসছে ফাল্গুন।
কৃষ্ণচূড়া ফুল
লালে ফাগুন
হৃদয়ের উষ্ণতা
শব্দে ছুঁয়ে ছুঁয়ে
ছন্দের স্বপন।
No comments:
Post a Comment