Monday, 19 February 2018

ফেসবুকের কবির আত্মকথন প্রবন্ধ

এ আজ ফেসবুকের কবি
কবির আত্মকথন এ প্রবন্ধে

শ্যামল সোম

কবিতা ঠিক মত ছন্দ শব্দ চয়ন
বাক্য বিন্যাসে ছন্দময় চিত্রকল্প
নবায়ন শৈল্পিক লিখন শৈলী
নান্দনিক চিত্র প্রদর্শন করে
সমৃদ্ধ সাহিত্য, কাব্য চর্চা অভাবে
এ জীবনে আর কবিতা লেখা
হলো না, শেষ লগ্নে ক্ষোভ রয়ে
গেলো, তবু লেখা প্রয়াস চেষ্টা
করি, যাঁরা পড়েন তাঁদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করছি
কবিতার সাথে আছি
ষাট বছর আগে থেকেই
তবু কবিতা স্বপ্ন নন্দিনী
আজও দিলো না তো ধরা
আজ তাঁর কথাই মনে পড়ে
প্রতিভা বসু স্মরণে তাঁর
প্রতিভা পূর্বে  রানু সোম ছিলেন,
বাংলাদেশে থেকে
কবি বুদ্ধদেব বসু
বিবাহের পর কোলকাতায়
গাছতলায় " কবিতা ভবন "
নামে বাড়িতে থাকতেন,
বুদ্ধদেব বসু কোলকাতায়
যাদপপুর বিশ্ববিদ্যালয়ে
প্রফেসার ছিলেন,
পরে তুলনামূলক
সাহিত্য বিভাগের
প্রধান ছিলেন,
কবি তৎকালে
" কবিতা " নামে পত্রিকা
প্রকাশ করতেন, বহুবছর।
সাহিত্য অনুরাগী দম্পতির
সান্নিধ্যে কবি সুশীল রায়ের
সাথে আমার লেখা কবিতা
নিয়ে কুড়ি বছর বয়সে আমি
1965 সালে আমার কাছে
যাওয়ার ভাগ্য হয়েছিল।
প্রতিভা বসু দুর্দান্ত লিখতেন
ওঁনার মূল্যবান
গ্রন্থ " স্মৃতি সতত সুখের নয় "
প্রতি শ্রদ্ধা জানাতে মনে
পড়ে গেল উনি বলতেন,
" কাব্য চর্চা করে চলবে "
কিন্তু ঐ আমার ভীষণ প্রিয়
কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন,
কেউ কেউ কবি হন,
আর হেলাফেলায় যাপনে,
" সময় গেলে সাধন
হবে না, সময়ের সাধন কেন
করলে না "
তোমাদের সকলের হৃদয়ে
গহীনে চোরা কাব্য  স্রোত
বহে যাচ্ছে কংসাবতী বা
কীর্তনখোলা নদীর মতন
বহে যাচ্ছে ঐ প্রস্ফুটিত
কাব্য পুষ্প ফুটে ওঠার
অপেক্ষায় রয়েছি আমি।

No comments:

Post a Comment