Monday, 12 February 2018

কথার কোলাহল নয় প্রচ্ছন্ প্রেমে

কথার কোলাহল
নয় প্রচ্ছন্ প্রেমে    ( জনৈকা বন্ধুর স্মরণে তাঁর প্রতি অনুরাগে )

শ্যামল সোম

কথার কোলাহলে
ক্লান্ত  কৌতুহলে।
একটা দুটো কথা
দুটো একটা ব্যথা
হৃদয়ের উষ্ণতা
মমতা সহমর্মিতা,
ভাললাগার মন
চোখে কিছুক্ষণ
পরস্পরে প্রতি
অনুরাগ প্রীতি
সান্নিধ্যে এসে
মন ভালবেসে,
আনন্দ শিহরণ
হৃদয় আলোরণ
মনে অনুরোরন
সুখে আরোহণ,
এটুকুই চাওয়া,
এপরম পাওয়া।
প্রেমের গোপন
স্বপ্নিল এ স্বপন,
এই টুকুই যথেষ্ট
ক ফোঁটা জীবন?
চাতুর্যের এ চলন
লীলায়িতে কথন
অযথা সময় নষ্ট
যা বলতেই স্পষ্ট
সুস্পষ্ট ধারণাই
হয়ে যায় ছলনা
না প্রেম ছিল না।
কথার কথাই ছিলো
কোলাহল ফেরালো।

No comments:

Post a Comment