Monday, 13 March 2017

বাবুসোনার বায়না ও অহৈতুকী ভালোবাসা

তারিখ  13--3--  17
গদ্য কবিতা

বাবুসোনার  বায়না

ছোট্ট শিশু বাবু  শ্যামল সোম

এই চুয়াত্তর বছরের বুড়োর বাসনা কত
ওগো আমার ও ছোট মা মাগো শত শত
বার বলেও রাখছো না বাবুসোনার বায়না
জন্মে হয়তো বা তোমাকে পাওয়া হবেনা।
মা মাগো মা তোকে পেতে চাই রূপে কন্যা
বড় খাওয়ার সাধ মাগো তোর হাতের রান্না।
ঈশ্বরের কৃপা থাকলে হয় বই মেলার ভীড়ে
মা মাগো তুমি ঐ হাজারে মাঝে কি কি করে
খুঁজে পেলে দুরাভাষ ও অচল, দয়াবানেরে
ডাকো, কেঁদেকেঁদে তাঁকে তিনি স্রষ্টার সৃষ্টি
এই দীন দয়ালের অপূর্ব পৃথিবী সৌন্দর্যময়ী।
দানবের আস্ফালন ঐ  ফাল্গুনে হঠাৎ বৃষ্টি,
বা বিস্ফোরণ লক্ষ লক্ষ মানুষের এ জীবন
অন্যায় নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্র দহন
মা গো মা রাগ করো না মা আমার এ ক্রন্দন।
ছোট মা গতকাল  নিজের হাতে নানান রান্না
করে বড় মার সাথে হাজির রাখতে ঐ বায়না
মায়ের প্রাণের টান নেইকো কোন দেনা পাওনা।
ছোট  মা চামচে নিজের হাতে খাওয়াচ্ছেন, কান্না
কান্না কান্নায় কেন চোখে লোনা জলের এত বন্যা ?
আপনারা কেউই  সঠিক মূল্যায়ন করতে পারলেন না ?

অহেতুকী ভালোবাসা

শ্যামল সোম

স্রষ্টা ঈশ্বরের এই সেই অশেষ তাঁর কৃপায়
আমার ছোট  মায়ের মত মা পাওয়ায় যায়।
বহু ভালো মানুষের ভালোবাসা এ তাঁর দান
কত আত্মীয় স্বজন ফিরিয়েছেন এ অসমানে
নানা ফরিস্তা  ফাতেমার মতন ভালোবেসেই
এত মায়ার এই বন্ধনে আবদ্ধ করলেন ঈশ্বরে
করুনায় একান্ত  আপন প্রিয়জন বলে কারে
একান্ত আত্মার খুব কাছাকাছিই রয়েছেন যাঁরা।
অদ্বিতীয় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি সারাক্ষণ
বসন্তের হিমেল বাতাসে ভাসে আমার এমন।
বিশ্বাস করেন তাঁদের সুখে দুখে পাশে থাকা
গভীর আলিঙ্গনে পরস্পরপরস্পরকে জড়িয়ে
হু হু করে উঠল মন আনন্দে বা দূঃখে কান্নায়
ভেঙে আকুল বহমান নদীর মতন প্রত্যাশা নেই
নেই কোন রক্তের সম্পর্ক এ এক অহেতুকী এই
ভালোবাসা বন্ধুত্ব মা বোন কন্যা ভাইয়াদের কাছেই
আমার প্রাণিত প্রাণের স্নেহাশিস ও ভালোবাসা জানাই।হেরে যাওয়ার জন্য প্রার্থনা করিনি আমি
আছে ঈশ্বরে নিশ্চিত  বিশ্বাস অন্তর্যামী
জানেন নাতনি তোমাকেই  উঠে দাঁড়াতেই
হবে মৃত্যুর আগে দেখে যেতে চাই  সাফল্যে
তুমিই  ছূঁয়েছো সঙ্গীতের কন্ঠে সুনীল আকাশ।

No comments:

Post a Comment