Friday, 17 March 2017

তোমার আমার রবীন্দ্রনাথের বসন্তের কবি কাজী নজরুল ইসলাম

গদ্য প্রবন্ধ

তারিখ -: 18--- 3   17

তোমার  আমার রবীন্দ্রনাথের বসন্তের কবি কাজী নজরুল ইসলাম 

শ্যামল  সোম

ধর্মের দোহাই পারস্পরিক সেঈ ভাতৃঘাতি দাঙ্গায়
কলঙ্কিত ইতিহাসের বাস্তবায়ন দলিল দফতরখানায়
জাতিগত ধর্মপ্রাণ নিজস্ব পরিচিতি লাভ আশায় ইংরেজ
কিছু মুষ্টিমেয় নেতার নেতৃত্বে মসনদ বসার অভিপ্রায়
মানুষের মনের কথা না শুনে ভাগ হয়ে গেল আমার দেশ।
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকব রবীন্দ্রনাথ আগেই চলে গিয়ে
আত্মবিলাপ হাহাকার ক্রন্দন  আলোড়নে বিদ্রোহী কবির
মতন মূক ও বধির আবাসিক কয়েদী হৃদয়ে রক্তক্ষরণ
অনিশ্চয়তায় আত্মগ্লানি অসম্মান বোধে বাস করতে হয়নি।
হিন্দু মুসলমান  একই বৃন্তে দুটি কুসুম, বিদ্রোহী কবির আকাশ
কুসুম ছিল কি সে স্বপ্ন দেখার সাহস কাণ্ডারী হুশিয়ার ক'জন
পড়েন যে যার বিশুদ্ধ পানির প্রবাহিত কাব্য নদীর স্রোতে
বহমান সৃজনশীলতায় সাহিত্যে অবদান রাখার জন্য শেষে
আপ্লুত ভাবাবেগে ভুলে যায় রেস কোর্স ময়ানে ঐতিহাসিক
বজ্র কন্ঠের বঙ্গবন্ধুর ভাষণ, যিনি নিশ্চিত  ভয়ঙ্কর মৃত্যুর মুখ
থেকেও ফিরেও আততায়ী জল্লাদ গুলিবিদ্ধ হন কেন কেন?
তিরিশ লক্ষ মানুষের আত্মবলিদান শতসহস্র লক্ষাধিক নারীর
ভূলুণ্ঠিত মান সন্মান অত্যাচার অসহ্য হিংস্রতা নির্যাতন বৃথাই?
অজস্র মানুষের জীবন বিপন্ন সন্ত্রস্ত উদ্বিগ্ন নিশ্চুপ ছিলেন যাঁরা
আজ বংশ পরাক্রমে এই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আত্মঘাতী বাঙালী
ভুলে যায় মহান কবির বঙ্গভঙ্গ আইন রোধে পথে নেমেছিলেন
তোমার আমার রবীন্দ্রনাথ।
সে সব ঋণ পরিশোধ করার আজও  কি আসেনি সময় চৈতন্যের অভ্যুদয় ?

No comments:

Post a Comment