ঈশ্বরের সাথে সাক্ষাৎকার
শ্যামল সোম
গতকাল রাতে যথারীতি ঈশ্বর হাতে পায়েসের বাটি
হাতে শুভ্র বসনে আলোকে উদ্ভাসিত বাতায়নে এলেন।
আমি নতজানু সাষ্টাঙ্গ এ প্রণাম ধুইয়ে দিলাম চন্দন মাটি
গোলা জলে, প্রাপ্ত ফাল্গুনের উত্তরীয় মুছিয়ে দিলেম
ঈশ্বর বসলেন আরাম কেদারায় পায়ের কাছে বসে
পদ সেবা করছি, ঈশ্বরের আদেশে গাইছি, " প্রভু
আমার প্রিয় আমার পরম ধন হে।
চির পথের সঙ্গী আমার চিরজীবন হে।"
" জীবনে যত পুজা হল না সারা
জানি হে জানি তাও হয় নি হারা।"
"যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি বিশ্ব তানে
মিলাব তাই জীবন গানে।
গগনে তব বিমল নীল --- হৃদয়ে লব তাহারি মিল,
শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে।"
ঈশ্বর মৃদু হেসে, " শ্যামল তোর কল্যান হোক! "
"প্রভু আজ পৃথিবীতেই শরণার্থীদের আত্মবিলাপ, আর্তনাদ
হাহাকার ক্রন্দন নারীদের প্রতিনিয়ত নির্যাতন অত্যাচার
অসহ্য হিংস্রতার শিকার, গণধর্ষণ শিশু পাচার চক্রে নারী ও
জড়িত থাকার অভিযোগ দায়ের হয়েছে ডাক্তারদের গ্রেফতার,
হে পিতা অসহায় কিশোরীদের প্রতি আপনার কোন দয়া নেই?
আপনার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বহু মানুষ নাস্তিক, ঈশ্বরের
নামে দেশে দেশান্তরে আজও স্বদেশ বিদেশে মানুষে মধ্যেই
ভেদাভেদ হিংসাত্মক আক্রমণ এর কি কোন প্রতিকার নেই ?"
ঈশ্বর ধ্যানমগ্ন হলেন, ধূপ ও ফুলের গন্ধে আমি ব্যাকুল উদগ্রীব
ঈশ্বরের কাছেই একান্তে বসে শুনে ধন্য হবে আমার ক্ষুদ্র জীবণ।
ধীরে ধীরে ঈশ্বর চোখ মেললেন, আলোয় আলোকিত চারিদিক- - !
আকাশ বাণী ঘোষিত হলো, " হে মানব জাতি চৈতন্য প্রাপ্ত হও
পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষ তোমার সহোদর, নারীদের
সন্মান জননী জ্ঞানে শ্রদ্ধা করো শিশু আগামী প্রজন্ম রক্ষা করো,
হত্যা, যুদ্ধ, বিস্ফোরণ, বিরুদ্ধেই মানুষের প্রতি মানুষের প্রেম একমাত্র
কর্তব্য হল, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানব অনিবার্য ধ্বংস রক্ষার্থে দায়িত্ব পালন করো।
No comments:
Post a Comment