পত্র পাঠ জবাব দিও
তারিখ ---: 27----3---17
সংসারে বাঁদি হয়ে আছি ( সত্য ঘটনা অবলম্বনে বোনের সাথে কথোপকথনে জানা )
শ্যামল সোম
পুজোনীয় দাদাভাই
ভালো নেই আমি, ভালো থাকা এ জন্মে নয়, এতটুকুই মায়া নেই, তোমার গুনধর জামাই রোজই মদ্যপ হয়ে ফেরে
কুকুরের অধম নরাধম, ঘরে ঢুকেই আমার বলতেও লজ্জা সরমে চোখে আসছে জল দাদাভাই মাফ করো গো।
দাদাভাই শ্যামল সোম তুমি ছাড়া আর কে আছে আপন, তুমি বলেছিলে চাকরি ছাড়বি না, অর্থনৈতিক স্বাধীনতা
নারীদের প্রাথমিক প্রয়োজন, বহু বাধার সম্মুখীন হয় ও বহু নির্যাতন অত্যাচার সহ্য করেও চাকরি
T. C. S. Software Engineer দশ ঘন্টা পরিশ্রমের পর ফ্লাটে এসে কফি করি হাউসকোট পরে রান্না করি
রাতের পরদিনের জন্য, বাথরুমের হঠাই স্বামী হারামীর হঠাই মদ্যপানে উত্তেজনায় যৌন আক্রমণ, নগ্ন শরীরটা
ক্ষুধার্ত নেকড়ের মতন টানতে টানতে মেঝে ফেলেই --- !
প্রতিরোধ প্রতিবাদের বিরুদ্ধে যেই রুখে দাঁড়ানোর শাস্তি স্বরূপ উনি নপুংসক অতৃপ্ত প্রেতাত্মা রেগে উঠে
কুৎসিত ভাষা অশ্রাব্য গালি গালাজ, বাংলা হিন্দী ইংরাজী ভাষায় চিৎকার, গর্জন তার সাথে সাইকেল বাঁধার
চেন দিয়ে শ্বাস ফেলার সময় না দিয়ে প্রহার আঘাতে আঘাতে জখম হলো হাত পা ভেঙেছে বুজছি দাদাভাই
প্রচন্ড রকম যন্ত্রনায় শেষে জ্ঞান হারালাম।
নিত্য নৈবিতয দৈনন্দিন জীবনের এ হেন সুখ সহিছে না, আত্মগ্লানি অসম্মান অকথ্য গালাগাল প্রতিনিয়ত ধর্ষণ
থেকে কি একমাত্র মুক্তি কি আত্মহনন?
দাদাভাই তোমার উত্তরের উপর নির্ভর করছে আমার মরণ বাঁচান ?
হয়তো এই শেষ প্রণাম নিও
হতভাগী তোমার পাতানো বোন
No comments:
Post a Comment