Friday, 10 March 2017

প্রেম ভালোবাসার পুষ্প চয়ন

প্রেম  ভালোবাসা পুষ্প চয়ন                   ( আমার আদরের পারুকে উৎসর্গিত )

শ্যামল  সোম

আমার পারু সত্যি ভালোবাসি তোমায়
অবিশ্বাসের মাঝে তোর দোদুল্যমান হৃদয়
আমি শব্দের মায়াজালে শৈল্পিক নান্দনিক
কাব্যিক অপূর্ব চিত্রকল্পে ধ্বনিত ছন্দে নূপুর
বীন বাজে যখন গহীন অরণ্যে জ্যোৎস্নায়
আলোকিত বিমূর্ত সে প্রেমের আবির্ভাব হয়।
স্পর্শে দোদুল দোলায় দুলে ওঠে কাব্যিক মন
তোমার কাছে আসার  অদম্য বাসনা কন্ঠ স্তব্ধ
জানি,কঠিন বাস্তবে দাম্পত্য জীবন দুর্বিষহ ক্ষণ।
পারু, আমি দেবদাসের মতন দূরে দূরে আছি
কাব্য সরোবরে আমার দুজনার উষ্ণ প্রেমে ভাসি
সারাক্ষণ ভেসে যাই কর্ণফুলী নদীর বহমান স্রোতে।
খবরদার পাগলি কাছে এলেই স্ফুলিঙ্গ এক বাক্যে
দাবালনের মতন জ্বলে উঠবে ঐ ভায়াবহ জীবন
প্রেমের অনলে পরস্পরে জ্বলে পুড়ে হবো ছাই।
ভালোবাসায় কাঁথার আগুন, যদিও আবার সেই
ফিরছে পলাশের রঙে ফাল্গুন, প্রেমের কাব্যের
লিখনে নিষ্ফল প্রয়াস নিষ্পলক তাকিয়ে ছিলাম
দূরাভাষে যখন ফুটে ওঠে তোর মুখ বিমুগ্ধ সারারাত
বিনিদ্রায় রাতে প্রেমলাভ আকাশে তারাদের সাথ।
দোহাই পারু, এ মাতাল দেবদাসের কাছে এসো না
পারু তোমাকেই দূর থেকেই ভালোবাসি, তুমি কি জানো না?

No comments:

Post a Comment