Friday, 10 March 2017

অসুস্থ বৃদ্ধের নিঃসঙ্গতা

অদ্ভুত আঁধার নেমেছে এ পৃথিবীতে    ( আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন ঐ পোংতি স্মরণে )

খুনের ভয়ে মুখে এঁটেছি কলুপ
সবাই ভয়ে সন্ত্রস্ত উদ্বিগ্ন নিশ্চুপ।

অসুস্থ বৃদ্ধের নিঃসঙ্গতা

শ্যামল  সোম

এ লেখা দোহাই কেউ উজবুক মতন ভাববেন না ইনিয়ে বিনিয়ে লিখছি, অনুভূতির প্রকাশ, না না কোন সহানুভূতির
প্রয়োজন নেই, পৃথিবীর সব দেশেই দেশে হিংস্রতা সব বর্ণ  জাত ধর্ম নির্বিশেষে হত্যা খুন, অতর্কিতে আক্রমণ
কিসের আক্রোশে অর্থ  উপার্জনের জন্য দেশে ফিরেছেন ভিক্ষুকের মতন আমার ভারতের  অধিবাসীদের গলা ধাক্কা
খুন করছে কেন করবে এই পৃথিবীর কোথাও এতটুকু মাটি নেই ঈশ্বরের নামে অথচ ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবী, হিন্দু আমি
চিতায় শুয়ে পড়লেই বৈদ্যুতিক চুল্লি গিলোটিনের ঘটাং শব্দে ঢুকেই প্রাণ হীন দেহ চল্লিশ মিনিট জ্বলে ছাই হয়ে চুল্লির
নিচে পড়ে যায় ডোম এখন কাজ নেই এই বৈদ্যুতিক শর্ট কার্ট মরা মানুষ পোড়াতে, এ এক রকম ভালোই হয়েছে
একটা মানুষ সারা জীবনের কাজ একটি গাছের চেয়েও বহুল  অংশেই কম, লক্ষ লক্ষ মানুষ পড়ছে খাচ্ছে খাটছে কম
পয়দা নোংরা করছে বেশী, ঠেলা বোঝ, মরার পরে গাছ বা কাঠ  নষ্ট করে গেলো। গাছ কাটা লোকের  এদের মানুষের
মর্যাদা দিতে চাই না সেই গাছের কাট পুড়িয়ে পঞ্চ ভূতে লয়ে।
পারসী ভুল হলেমাফ করবেন কোন একটি ধর্মীয় বিশ্বাসী মানুষের মৃত্যুর পর  SILENT  TOWAR  ছাদে মৃত দেহ রাখা
থাকে চিল শকুনের দল দলেদলে ঝাঁকে ঝাঁকে  ছিঁড়ে ভক্ষণ করে। কেউ কেউ স্বেচ্ছায় মৃতদেহ দানপত্র রেখে যান ভাবি
চিকিৎসক  জন্য যাঁরা আজ দালালের মতন কেননা কেউ কোন দিন এই পাষনড যারা শিশু পাচার চক্রের সাথে ভুল চিকিৎসার জন্য  মৃত্যু হলেও  তীব্র প্রতিবাদ প্রতিরোধ অগ্রাহ্য করেই নিশ্চুপ।
কত জন পিতা বুকে হাত রেখে বলুন তো বলতে পারবেন আমার ঐ কুলাঙ্গার পুত্র সন্তানের মৃত দেহ নিতে অস্বীকার করেছেন সন্ত্রাসী পুত্রের ঐ হামলার শিকার বহুজন। আজ পর্যন্ত কোন দিন শুনেছেন কোন মা ধর্ষক  সন্তানের ফাঁসির
দাবি তুলেছেন ? সেই মা যখন নিজে ধর্ষিতা বা তাঁর  কন্যা ধর্ষিতা  হলে তখন সেই ধর্ষক নিজের সন্তান নয় তখন ফাঁসি
দাবী তোলেন --!
শিশু পাচার ও নারী যে কোন বয়সের হোক এই পাচার চক্রের সাথে সহবাস সাথে তাকে কেন না বাঁচতে হবে, বাঁচার জন্য
দেহদান, ভিক্ষা, বেশ্যা  পুরুষদের মধ্যেও জনপ্রিয়, চুয়াত্তর বছরের জরাগ্রস্ত বৃদ্ধের রেহাই নেই যে কেউ ঝাঁপিয় পড়ে লুঠপাট চালাল একদল লোক শেষে নিরীহ বৃদ্ধকে প্রাণে না মেরে গালি গালাজ খুনে হুমকি ভয়ে কোথায় পালাই বলুন তো?

একা একাকীত্ব মাঝেই এই ধরনের চিন্তা সর্বক্ষণ ?

No comments:

Post a Comment