Tuesday, 28 March 2017

নাতনির চিঠি

আমার  ছোট মা যিনি সব সময়ই
আমার পাশে থেকে উৎসাহ দেন
যার প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন
করি আমাকে নিত্য  অনুপ্রাণিত
করার জন্য এই লেখা তাঁকেই উৎসর্গিত করলাম।

পত্র পাঠ জবাব দিও

তারিখ ---: 27----3---17

সংসারে বাঁদি হয়ে আছি   ( সত্য ঘটনা অবলম্বনে নাতনির সাথে  কথোপকথনে জানা )

শ্যামল   সোম

পুজোনীয় দাদু ভাই

ভালো নেই আমি, আমি একদম ভালো নেই গো, ভালো থাকা এ জন্মে জন্য  আমার  নয়,
কারুর এতটুকুই মায়া নেই, মা বাবা মামা সবাই বলছে, " মানিয়ে নে, সংসারে টুকটাক ঘুটঘাট লেগে থাকে,
কি করবি বল, এই তো মেয়ে মাইনষের জীবন, সবই অদৃষ্ট ভাগ্যের লিখন !"

তোমার গুনধর নাত জামাই রোজই  মদ্যপ হয়ে ফেরে রাত বিরাতে।
কুকুরের অধম  নরাধম, ঘরে ঢুকেই ---!
আমার বলতেও  লজ্জা সরমে চোখে আসছে জল দাদুভাই মাফ করো গো।

দাদুভাই শ্যামল সোম  তুমি ছাড়া আর কে আছে আপন, তুমি বলেছিলে, " তুই কখন   চাকরি ছাড়বি না, অর্থনৈতিক  স্বাধীনতা নারীদের  প্রাথমিক প্রয়োজন !"

বহু বাধার সম্মুখীন হয় ও বহু নির্যাতন অত্যাচার সহ্য করেও চাকরি করছি গো।

T. C. S. Software Engineer দশ ঘন্টা পরিশ্রমের পর ফ্লাটে এসে কফি করি হাউসকোট পরে রান্না করি
রাতের পরদিনের জন্য, বাথরুমের হঠাই স্বামী হারামীর হঠাই মদ্যপানে উত্তেজনায় যৌন আক্রমণ, নগ্ন শরীরটা
ক্ষুধার্ত নেকড়ের মতন টানতে টানতে মেঝে ফেলেই --- !
প্রতিরোধ প্রতিবাদের বিরুদ্ধে যেই রুখে দাঁড়ানোর চেষ্টা করলাম।

শাস্তি   স্বরূপ উনি নপুংসক অতৃপ্ত প্রেতাত্মা  রেগে উঠে
কুৎসিত  ভাষা অশ্রাব্য গালি গালাজ, বাংলা হিন্দী ইংরাজী ভাষায় চিৎকার,
কি ভয়ঙ্কর  হিংস্র গর্জন সাথে  সাইকেল  বাঁধার
চেন দিয়ে শ্বাস ফেলার সময় না দিয়ে প্রহার  আঘাতে আঘাতে
জখম হলো হাত পা ভেঙেছে বুজলাম।

দাদুভাই প্রচন্ড রকম যন্ত্রনায় শেষে জ্ঞান হারালাম।

নিত্য নৈবেদ্য  এ দৈনন্দিন জীবনের এ হেন সুখ আর  সহিছে না,

আত্মগ্লানি অসম্মান অকথ্য গালাগাল প্রতিনিয়ত ধর্ষণ
থেকে কি একমাত্র  মুক্তি  কি  আত্মহনন?

দাদুভাই তোমার উত্তরের উপর নির্ভর করছে আমার মরণ - বাঁচন ?

হয়তো এই আমার শেষ প্রণাম নিও

হতভাগী তোমার পাতানো আদরের নাতনি,

No comments:

Post a Comment