ঢাকার জাতীয় মন্দির ঢাকেশ্বরী ( বাংলাদেশের সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি )
শ্যামল সোম
শান্ত অসাধারণ পরিচ্ছন্ন পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে
শোকাহত তিনি নেই যিনি দুর্গা পুজোর আয়োজনে
সবাইকেই আপ্যায়ন এই অধম গান গাহিতে গিয়ে
বাদ পড়েনি কখন তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।
যথারীতি পুজোর ডালি নিয়ে উপোষ করে মা শিবানী
পার্বতী দুর্গা মায়ের কাছে প্রতি বছর জগত জননীর
পুজো দিতে আসি নিচু স্বরে মৃদু গলায় গাইছি- --:
" আনন্দময়ী হয়ে মাগো আমায় নিরানন্দ করো না !"
ভক্তি ভরে রাধাকৃষ্ণ মূর্তির দিকে আপন মনে গাহিছি।
হঠাৎই মায়ে আশীর্বাদ স্বরূপ মায়ের চরণের পুষ্প এসে
পড়ল অর্ঘ্য, চোখ তুলে দেখি জনৈকা জননী ধূপ জ্বালাতে
এগিয়ে এলেন স্বপ্নের মতন মনে হলো আমি তাঁর আপন
মহিমায় মহিমান্বিতা ইনি বহু জন্মের বোন পুষ্পের মতন
পবিত্র ঢাকেশ্বরী মায়ের চরণ আশ্রিতা পুষ্প নাম পুষ্পিতা।
জননীদের মতন স্নেহময়ী মমতাময়ী বোন পুষ্পিতা গাড়ি
আনলেন ক্ষুধার্ত মানুষের প্রাত ভোজন জগন্নাথ হলে সাথে
পুষ্পিতা দেবশিশু মতন শ্রেষ্ঠ নামের সার্থকতা প্রমাণ পেলাম
দেখা মাত্রই আপন করে নেওয়ার ক্ষমতা তার জননী হতে প্রাপ্ত।
বোন না মা ডাকবো এত যত্ন করে নিজের হাতে রান্না করে খাওনো
খাবো কি দু চোখে আমার বন্যা নামে, স্বয়ং শিবানী আবির্ভূত হলেন
মাতৃ মূর্তি দেখে প্রণাম করতে গিয়েই বাধা এ ঢাকেশ্বরী আশীর্বাদ
নহিলে এই পরিবারের বন্ধু ও তাঁর পুত্রের দুরাতের আতিথেয়তা অমূল্য।
ভালো মানুষদের কুর্নিশ জানাই পুষ্পিতা ছোট ভাই রাজু জাহাঙ্গীর বিশ্ব
বিদ্যালয়ের প্রধান একটি বিভাগের শিক্ষক মতন শ্রদ্ধা পাত্র বিনয়ী উচ্চ
শিক্ষিত মানুষের বহু মানুষের সংস্পর্শে ধন্য হলাম ও মুগ্ধ হলাম জাহাঙ্গীর
বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে আলাপে আনন্দ পেলাম সবই
আমার বোন বা জননী নয়নের মণি মা ঢাকেশ্বরী মায়ের আশীর্বাদ প্রাপ্তা
পুষ্পিতা ছোট বোনের অপার কৃপায় করুনায়, কৃতজ্ঞ রইলাম কল্যাণ হোক।
No comments:
Post a Comment