আমার আদরের নাতনি শিল্পী
শ্যামল সোম
ওরে পাগলি পালিয়ে কোথায় যাবি মা
পাগলের কাছ থেকে পালাতে পারবি ?
হেরে যাওয়ার জন্য প্রার্থনা করিনি আমি
আছে ঈশ্বরে নিশ্চিত বিশ্বাস অন্তর্যামী
জানেন নাতনি তোমাকেই উঠে দাঁড়াতেই
হবে মৃত্যুর আগে দেখে যেতে চাই সাফল্যে
তুমিই ছূঁয়েছো সঙ্গীতের কন্ঠে সুনীল আকাশ।
তুমি একজন সুন্দর মনের মানুষ ওগো নাতনি
নাতনী তাই সুন্দর খোঁজেই থাকো গো তুমি
বন্ধুত্বে এই বৃদ্ধের সামান্য শুভেচ্ছা বার্তা জানাই।
ফাল্গুনের বসন্তের আহ্বাণে কল্যাণ হোক তোমাকে
উষ্ণ অভিনন্দন, অফুরন্ত স্নেহাশিস ভালোবাসার
মানুষদের ভীষন ভীষন ভীষন ভীষন ভালোবাসি ।
ফাল্গুনের দোল পূর্ণিমায় আজ রঙে রঙে রাঙিয়ে
দিলেম, সবাইকে, কন্যা সম নাম শ্রাবণী ও নাতনির
সাথে রঙের উৎসবে, আনন্দের স্রোতে আপ্লুত মুগ্ধ।
No comments:
Post a Comment