প্রানের মানুষ পেয়েছি
---------- কাজী এনামুল হক
(শ্রদ্ধেয় কবি সরল প্রাণের মানুষ শ্যামল সোম দাদা’কে)
বৃদ্ধ নয়, কে বলে বৃদ্ধ?
আমিতো হয়েছি হৃদ্য,
ওই বুকে বুক রেখে
স্বচ্ছ এক হৃদয় দেখে।
এমন আর ক’জন আছে?
বুকে টেনে আসে কাছে,
পেয়েছি অকৃত্রিম ভালোবাসা,
চিরদিন পাবো করি প্রত্যাশা।
এপার, ওপার আর কাটাতার
মানুষ কিন্তু উর্দ্ধে সবার।
সেই প্রানের মানুষ পেয়েছি
তাইতো বুকে জড়িয়ে ধরেছি।
মন উড়তে জানি লাগে না পাখা
অন্তরের চোখে সদা যায় দেখা।
========= =========
২০ মার্চ ২০১৭, সোমবার, বিকাল: ০২:২৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited
আমার বোনেদের কাছে শেষ বার্তা
শ্যামল সোম
বোন তোমার উপরে
আমার অনেক আশা।
কলমের বল্লমে বা
ডিজিটাল ডিভাইস
অস্ত্রের সমর রণাঙ্গনে
দূর্দান্ত সাহসে জনে জনে
নারীদের নির্যাতনের
বিরুদ্ধেই প্রতিরোধ
প্রতিবাদের ভাষায়
জ্বালো একটি স্ফুলিঙ্গ
তোমার লেখা একটি
স্ফুলিঙ্গ থেকে জ্বলে
উঠল দাবানল দাউ
দাউ লেলিহান শিখা
বোন তোমার সে লেখা
পড়ার আগেই চলে
যেতে হবেই কালের
অমোক নির্দেশে।
পঁচাত্তর বছরের বৃদ্ধের
অগ্রীম উষ্ণ অভিনন্দন
রেখে গেলাম শান্ত নন্দন।
গদ্য কবিতা
তারিখ- -: 20---3--- 17
ভালোবেসে বাংলাদেশে ফিরি
শ্যামল সোম
জানো আজও তোমাকে ভুলতে পারি না
একাত্তর থেকেই সজাগ সতর্ক থাকি, ঘটে
কখননা কোন অঘটন, তোমার মানচিত্রে ;
যদি কখন হয় কোন শয়তানের গভীর ফের
ষড়যন্ত্রে কলঙ্ক লেপন, বঙ্গ জননী ভীষণ কষ্ট
পাই, ঘোচে না ব্যবধান, তুমি যে বড়ই আপন।
মাটির মায়া গাছ গাছালি সোনালি ধানের শীষে
নূতন সূর্যোদ্বয়ের ভোরের আলোয় উজ্জ্বল সে।
সেই ঐতিহাসিক ছাব্বিশে মার্চ দিনে প্রাঞ্জল হাসি
শতসহস্র শৃঙ্খলিত মানুষের মুখে, ভাষা শহীদের
মুক্তি যুদ্ধের রক্তাক্ত ঋণের সে ইতিহাস লেখা রবে
সারা পৃথিবীর যেখানে যত রয়েছে তারা বাঙালির
মমনে চিন্তনে হৃদয়ের বিশাল বড় আকাশে বুকে।
শেকড়ের সন্ধানে ফিরে ফিরে আসা যাওয়া শেষে
বাংলাদেশে অমলিন পবিত্র ভালোবাসার সে আনন্দে
কখন ভেসে ভেসে ওড়ে মন নীল আকাশের সীমান্তে
রাডারের কোন পাহারা নেই, যদি উড়ি যাই কাঁটাতারের
বেড়ার ফাঁক গলে, চলে যাই শঙ্খচিল শালিখের বেশে।
যে কেউ আজীবন যতই বহিষ্কার করো তবু ভালোবেসে
যাবো, যদিও জানি তোমরা আমার ভালোমনের মানুষ,
তোমাদের সাথে রক্তের ধর্মের সত্য নেই কোন সম্পর্কের
ভাবাবেগে অনেকে কাছে মনে হবে এ পাগলের প্রলাপ
বিশ্বাস করো মৃত্যুর পূর্বে রাঙা গোধূলি লগ্নে শেষ সংলাপ।
বেলা শেষে
শ্যামল সোম
মরণের হাত ধরেই এ দেহ
ফেলে, চলে যাবো,
কেন ডাকো পিছু ?
ফিরে যাওয়ার সময়ে?
ভালোলাগার স্মৃতি কিছু
অপরিসীম ভালোবাসার আবেশ
রেখে গেলাম তোমাদের উদ্দেশ্যেই ।
গদ্য কবিতা
তারিখ- -:20--3--19
কেন কাঁদে মন?
শ্যামল সোম
এই কাঁটাতারের বেড়ার এপারে আমি
পদ্মার ঢেউয়ের ওপারে রয়েছো তুমি,
মন শঙ্খচিল শালিখের বশে যেতে চায়
ডানা হীন জরাগ্রস্ত বৃদ্ধের কি আছে উপায় ?
মোর হৃদয়ের গোপন ব্যথা বলিতে ব্যাকুল
তুলি তুমি ছাড়া কেউ বুজিল না এ আকুলতা।
মরণের হাত ধরেই এ জীবনের শেষে
চলে যাবো কেন ডাকো পিছু, এ যাওয়ার সময়ে?
অপরিসীম ভালোলাগার রেখে গেলাম তোমার উদ্দেশ্যেই ।
আমার বুকের ভেতর সুখের ঘরের চাবি, মন কোথায়
খুঁজে পাবি, হারিয়ে গেছে সবই পাখ পাখালির দেশে।
স্বপ্নে সবুজ বনানী এসে যেথায় মেশে, গোধূলির লগ্নে
ঘণ নীল শ্রাবণের বৃষ্টিস্নাত আমার হৃদয়ের আকাশে।
পগার পা পাগলী
শ্যামল সোম
এখন নাভিশ্বাস উঠছে
ডিজিটাল মৃত্যু আমার
ঐ এগিয়ে আসছে, সাথে
তোর হলো না আর দেখা।
বন্যা সেই যে পগার পা
পালালি ছুঁইয়েছিলি মন
বললি আসছি বলে অন্তর্ধান।
কবিতা তুই আমার প্রাণিত
প্রাণ কৈশোরের দেহপ্রেম
মম যৌবনের আগ্নেয়গিরি
আরক্তিম রক্ত লাভা উদ্বর্তন।
আমার বুকের ভেতর জ্বলন
সুখের ঘরের চাবির স্খলন
আমার হারিয়ে গেছে সবই
জলাশয়ে পাখ পাখালির
দেশে দেশে ফিরেছে মন।
স্বপ্নে সবুজ বনানীর বনে
এসে যেথায় মেশে সুদূর
নীল শ্রাবণের আকাশে।
No comments:
Post a Comment