বিভাগ গদ্য কবিতা
তারিখ--: 15--3---17
তারিখ--: 15--3---17
বাজলো ছুটির ঘন্টা ( নূতন বন্ধুত্বের স্মরণে )
শ্যামল সোম
প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক যাদের
সাথে আমার আদরের নাতনিদের
মাঝে সবাইর দাদুভাই সে ছড়াকার
ইত্তেফাক এর সম্পাদক মন্ডলী
সদস্য নই।
প্রেমে পড়ে চুয়াত্তর বছরেও মনে
প্রাণে আনন্দে মেতে ভালোই আছি।
আমার মতন বয়স্ক বুড়ো হাবড়ারা
অনেক বুড়ো পটল তুলতে গ্যাছে
হাঁটুর ব্যথা প্রেসার সুগার হার্টের
আমার আছে যেমন থাকে উদাসী
বাউলের মতন সারারাত শান্তি
নিকেতনে বীরভূমে বসন্ত উৎসবে
নাচে গানে মশগুল মোহাচ্ছন্ন মনে
বিমোহিত মুগ্ধ নয়নে দেখি তারুণ্য।
বুকে ঠান্ডা লাগিয়ে ফিরেছি গতকাল
ছেলেরা ব্যস্ত এত ব্যস্ত যে বকতে ভুলে
গেছে, চ্যাংদোলা করে এনে এই কেবিনে।
হঠাৎই নাতনি নার্স ছুটে এলো শুনে
জোরে এলার্ম বাজছে নার্সিংহোমে
কর্তৃপক্ষ জানিয়েছেন আমার
বড় পুত্রকে যে আমার মতন
অবাধ্য রোগীকে রাখা সম্ভব নয়।
দৈনন্দিন অভ্যাসে এক প্যাকেট
সিগারেট ধুমপান, ছোট বোতল নিপ
গেছে পাওয়ার ওনার উচ্চ কন্ঠ " পাগল
যে তুই কন্ঠ ভরে জানিয়ে দে " আমার
হৃয়ার মাঝে- উঁকি দেয় মৃত্যু প্রেম
সলজ্জ চোখে চোখ পড়তেই ভূমিকম্প
স্পন্দন আলোড়িত দুজনার উষ্ণ মন।
দুমদাম প্রেমে পড়ার ব্যর্থ প্রয়াস আমার মতন
চালিয়ে যান, আমি নিষ্পলক তাকিয়েছিলাম
প্রেমে পড়ে, তোমার দিকে, শুনছি কানে
" দাদাভাই তোমাকে বডড ভালবাসি !"
অক্সিজেন মাস্ক সেলাইন চলছে কষ্ট হচ্ছে
ছেড়ে চলে যাওয়ার, মৃত্যু ঢং ঢং বাজাচ্ছেন
আমার বেলাশেষে বাজল ছুটির ঘন্টা!
সাথে আমার আদরের নাতনিদের
মাঝে সবাইর দাদুভাই সে ছড়াকার
ইত্তেফাক এর সম্পাদক মন্ডলী
সদস্য নই।
প্রেমে পড়ে চুয়াত্তর বছরেও মনে
প্রাণে আনন্দে মেতে ভালোই আছি।
আমার মতন বয়স্ক বুড়ো হাবড়ারা
অনেক বুড়ো পটল তুলতে গ্যাছে
হাঁটুর ব্যথা প্রেসার সুগার হার্টের
আমার আছে যেমন থাকে উদাসী
বাউলের মতন সারারাত শান্তি
নিকেতনে বীরভূমে বসন্ত উৎসবে
নাচে গানে মশগুল মোহাচ্ছন্ন মনে
বিমোহিত মুগ্ধ নয়নে দেখি তারুণ্য।
বুকে ঠান্ডা লাগিয়ে ফিরেছি গতকাল
ছেলেরা ব্যস্ত এত ব্যস্ত যে বকতে ভুলে
গেছে, চ্যাংদোলা করে এনে এই কেবিনে।
হঠাৎই নাতনি নার্স ছুটে এলো শুনে
জোরে এলার্ম বাজছে নার্সিংহোমে
কর্তৃপক্ষ জানিয়েছেন আমার
বড় পুত্রকে যে আমার মতন
অবাধ্য রোগীকে রাখা সম্ভব নয়।
দৈনন্দিন অভ্যাসে এক প্যাকেট
সিগারেট ধুমপান, ছোট বোতল নিপ
গেছে পাওয়ার ওনার উচ্চ কন্ঠ " পাগল
যে তুই কন্ঠ ভরে জানিয়ে দে " আমার
হৃয়ার মাঝে- উঁকি দেয় মৃত্যু প্রেম
সলজ্জ চোখে চোখ পড়তেই ভূমিকম্প
স্পন্দন আলোড়িত দুজনার উষ্ণ মন।
দুমদাম প্রেমে পড়ার ব্যর্থ প্রয়াস আমার মতন
চালিয়ে যান, আমি নিষ্পলক তাকিয়েছিলাম
প্রেমে পড়ে, তোমার দিকে, শুনছি কানে
" দাদাভাই তোমাকে বডড ভালবাসি !"
অক্সিজেন মাস্ক সেলাইন চলছে কষ্ট হচ্ছে
ছেড়ে চলে যাওয়ার, মৃত্যু ঢং ঢং বাজাচ্ছেন
আমার বেলাশেষে বাজল ছুটির ঘন্টা!
No comments:
Post a Comment