সে রাতে প্রেমিকা ♡♡♡ শ্রুতি নাটক ♡♡♡
শ্যামল সোম স্বপ্নের বাঁশিওয়ালা
পার্ক স্ট্রিটে আলোয় আলোকিত উজ্জ্বল
কোলকাতা বর্ষ বরণের উৎসবের রাত,
বন্ধুদের সাথে ব্লুরুম পাণশালা এক এক
পেয়ালায় উল্লাস ধ্বনিত কোলাহলে ক্লান্ত।
সদর স্ট্রিটের আধো অন্ধকারে ট্যাক্সির খোঁজে
এদিক ওদিক দৌড়ে যাই হঠাৎই কানে আসে, মায়াবী কন্ঠ- -!
আসুন আমার কাছে সাথে গাড়ি আছে,
উত্তাল কোলকাতা থেকে চলুন ভেসে যাই নিরুদ্দেশে।
চোখে চোখ পড়তেই মজল মন অসাধারণ রূপবতী
কটাক্ষে কামার্ত দৃষ্টি আকর্ষণ করার মোহিনী শক্তি
এই মুহূর্তটাই চির সত্য সময় বহমান স্রোতে ডুব না দিয়ে
পাঁচবছর আমার নদীর পারে দাঁড়িয়েছিলে সোম
কত খুঁজেছিলাম তোমাকে আমার যা কিছু আছে দেবো বলে,
কোথায় পালিয়েছিলে গো?
করবী তুমি এখানে এত রাতে?
পুরুষের কি আজো একমাত্র অধিকার একা
একা শয্যা সঙ্গিনী শঙ্খিনী খোঁজার?
না- না -ঠিক- তা -নয়--
এসো ধর হাত উন্মূখ হয়ে আছি আমি
খুবই অবাক করে করবী দ্রুত গাড়ি চালিয়ে
কোলকাতা ছাড়িয়ে চলে যাচ্ছি।
করবী কোথায় যাচ্ছি আমরা ?
জাহান্নাম এ -
- তবে এখন করবী নই তোমার রুবি রায় বলেই ডাকবে কেমন,
এই সোম আলতো গালে একটা চুমু খেয়ে সোম শক্ত করে জড়িয়ে ধরো আমাকে শীতার্ত,
আমি চাই তোমাকে পুরুষ, চিরদিন নারীর চাওয়া না চাওয়া উপেক্ষিতা ধর্ষিতা, আজন্ম লালিত
স্বপ্নের পুরুষ ছিলেন তুমি, নিজের ক্যারিয়ার গড়ার জন্য উপেক্ষা করেছো আমাকে, সম্রাজ্ঞী
আদেশ করছি তোমাকে হে পুরুষ মৃত্যুদন্ড পাবে গুপ্ত ছুরিকাহত হত তুমি-
- চুম্বন করো লেহন করো জিহ্বা- - তৃপ্ত করো তৃপ্ত করো-- পতঙ্গ পুড়ে যাও আমার দেহের অনলে---
হায় অবোধ বালক জুরিখে এত বছর কাটিয়ে ওঠার চুম্বনে পারদর্শী হলে না।
দেখাচ্ছি আগে গাড়ি ঐ গাছ তলায় দাঁড় করি।
এসো পুরুষ কাছে এসো পুরাতন প্রেম সলজ্জ দৃষ্টি অপলক
চেয়ে থাকা অষ্টাদশী আজ নই -- সোম তোমার রক্ত করবী
আজ মরে গেছে, হাঁ হাঁ হত্যা করেছি নিজের আত্মাকে---
বাদ দাও অতীতের স্মৃতি রোমন্থন আজ নয়।
ভোগ করতে চাই তোমাকেই, আকন্ঠ চুম্বনে রক্তাক্ত করবো
তোমার ঠোঁট লালে লাল রক্তিম দেহজ প্রেম
হে পুরুষ চলো আমার আদরের যৌবনের প্রথম প্রেমিক আমার কুঞ্জ কাননে।
এয়ারপোর্ট রোডের ধারে বিলাস বহুল হোটেলের লাল রঙের
বেড রুমে ঢুকেই সপাটে দরজা বন্ধ করেই
আমাকে সাপটে সরীসৃপের জড়িয়ে চুম্বনে চুম্বনে মধুপান রত
রানী মৌমাছি শুষে নিচ্ছে অতৃপ্ত প্রেম।
সোম তুমি শুধুই বাজ পরা বটবৃক্ষের নির্মোহ উদাসীন
শিথিল শরীর নিষ্ফল প্রয়াসী কেন সোম?
করবী ভালোবাসায় সিক্ত হলে জাগে শরীর
বিশ্বাস করি না শারিরীক সম্পর্ক সাথে মানসিক কোন যোগাযোগ নেই,
আমার শরীর পুষ্পিত হয় পুরুষের ঘ্রাণে কামনার আগুনে যৌন সুপ্ত
বাসনা পূর্ণ বা তৃপ্ত হই দূর্দান্ত দুর্বার দুরন্ত সহবাসে দীর্ঘ দিনের অভিশপ্ত
জীবনের অভিজ্ঞতা।
করবী ! তুমি রক্ত করবী ফুলের আজও সুন্দর- তোমার ঐ পীনাভ ঈষৎ নিম্ন মুখি স্বর্ণ স্তন
নাভিমূলে কুন্দ ফুল হীরক খচিত দুল, শ্বেত মাখনে মাতনে থর থর কাঁপন তোমার জঙ্ঘা
ঘাগড়া চলি উন্মোচনের পরে তোমার ঐ স্বর্গের অপ্সরী রম্ভা উর্বশী পদ্মিনী নগ্ন শরীরে
স্থির ঝর্ণা মতন ত্রিভঙ্গ কামদেবী তোমার কাব্যিক দেহে ছন্দে ছন্দে যৌন আমন্ত্রণ জানান দিচ্ছে
পারদর্শিনী ষোল কলায় পূর্ণা পসারিনী তোমার নগ্ন রূপ দেখেই আমার প্রচন্ড নেশাগ্রস্ত
হবে গেছি বিশ্রামের জন্য নিদ্রায় যেতে চাই ক্ষমা কর করবী।
করবী রক্ত করবী ঠোঁট আলত আপন দন্ত্য দংশিত নিষ্পলক চেয়ে আছে পরবর্তি আক্রমনের
বাঘিনী প্রতীক্ষিতা এক সময়ের আদরের প্রেমিকা আমার রক্ত করবী।
No comments:
Post a Comment