হে আমার প্রিয় স্বাধীনতা
নীলাঞ্জনা নীড়
★ আমার সাক্ষ্য মানলেও মানতে পারো★
---------------------------------------
হে প্রিয় স্বাধীনতা, তোমার
শুভ জন্মের পঁচিশ বছর
তখন আমি কিশোরী।
স্বচক্ষে দেখেছি অপ্সরী
তুমি ভরা যৌবনা তরুনী
আমার স্বদেশ বাংলাদেশ--
প্রারম্ভিক দৈন্য - দশায়
স্বা- ধীনতা ধুলায় লুঠায়।
অনুউর্বর অবরুদ্ধ দেশ
যৌবনের যূবকেরা
তখন অনাহারে- অর্ধাহারে
দলিত- মোথিত ক্ষুধার্ত।
হাহাকারে এক মুঠো আহার
খাদ্য যোগান সবই যুদ্ধসম,
কালো বাজারে আড়তে।
তোমার যৌবনের যুবকেরা
রুখে প্রতিরোধ গড়বে কি করে?
আমি তো কিশোরী,
দু- চোখ মেলে দেখেছি,
গগন চুম্বী অট্টালিকা, ক্ষেত ফসলের
মাঠ-ফেটে চৌচির, আশার
ধূধূ বালু- মরুপ্রান্তর,
কোথাও নেই একফোটা
তৃষ্ণার্ত এর পিপাসিত পানি।
হে স্বাধীনতা, স্বাক্ষয না মানলেও
মানতে পারো, তোমার ঔদ্ধত্য যৌবন।
দেশের যৌবনের যুবকের পড়নে
ছিলো শত ছিন্ন জীর্ণ বসন
নেই বসবাসের ভালো আবাসন,
কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা,
তোমার যৌবনের অভিসারে
যাওয়া না ছিল সঠিক সময়
স্বাধীনতা যৌবনের দৈন্য- দশায়।
স্বাধীনতা তোমার যৌবনকে ছাড়িয়ে
আমি কিশোরী থেকে হয়ে উঠেছি যুবতী,
এখন তুমি তো পড়ন্ত বিকেলে।
এখন তোমার কিছু যুবকেরা
নানা পথে পেয়েছে সবকিছু,
হে স্বাধীনতা তুমি হারিয়েছো যৌবন।
No comments:
Post a Comment