তারিখ- --: 12 - 5 -- 17
আজ খারাপ হয়ে আছে মন
শ্যামল সোম
মৃত্যুর পদধ্বনি শুনে ইদানিং খুব মনের
উপরে চাপ বাড়ছে, একা একাই থাকি
বিশেষ করে যখন দেখি একদা আত্মীয়
স্বজন খোঁজ খবর নেয় না আপন বলতে
কেউ নেই একমাত্র ঐ অসুস্থ স্ত্রী ছাড়া।
শয্যাশায়ী অসুস্থ আছেন দীর্ঘ বহু বছর
যদিও কাজে লোক আছে তাহলেও
সেবা শুশ্রূষা ঔষধ দেওয়া ওকে নিয়েই
কেটে যায় সারা দিন, দিনের পর দিন।
চলে যায় বছর গড়ায় মনে জমে থাকে
সুখ দুঃখ কত কথাই মনের কাছাকাছি
কেউ নেই যার কাছে উজার করে হৃদয়ের
ব্যথা বলিতে আকুল ব্যাকুল উদগ্রীব মন।
একা একা কাঁদে নৈঃশব্দে বিনিদ্র রাতের
আকাশে তারাদের ভিড়ে আজও খুঁজি
অনুক্ষণ আমার প্রথম প্রেম সেই তোমাকে।
রাস্তাঘাটে দৈবাৎ যদি কখন পরিচিতের সাথে
হলে দেখা মুখোমুখি অনেকেই অচেনের ভান
করে মুখ ঘুরিয়ে পাশ কাটিয়ে এড়িয়ে গেছেন।
হঠাৎই এক আধ জন দাঁত বের করে হেসে হেসে
জিজ্ঞেস করেন, " আরে সোমবাবু আছেন কেমন?"
মুখোশের আড়ালে খুঁজি মুখ আদতে নাম যেমন
মনে করতে পারি না জরাগ্রস্ত বৃদ্ধ স্মৃতি ভ্রষ্ট যখন
হাসিমুখে বলি," আছি ঐ একই রকম" হেঁট মাথা
মুখ নিচে রাখি পাছে কেউ বিদ্রুপ করে দেখে
সজল চোখ, ব্যঙ্গ করে উচ্চ কন্ঠে হো হেসে উঠে
বুড়ো মানুষের চলে যাওয়ার আগে বিষন্ন মন ফোটে
হৃদয়ের গহীন অরণ্যে রোদন ভরা বসন্তের গোলাপ
সে গোলাপের সৌন্দর্য দেখে মুগ্ধ নয়নে বিমোহিত মন
শুধু মন খারাপ হয়, গোলাপ ফুটবে গোধূলির রঙ কাব্য
লেখার হবে পূর্ণিমার জ্যোৎস্না বহমান নদী, আমি নেই।
No comments:
Post a Comment